Monday, September 30, 2019

স্বপ্ন ভালবাসি - Bangla Kobita (2019)

Bangla kobita
স্বপ্ন ভালবাসি - Bangla Kobita

আত্মাকে  আত্মসাৎ করে,
বাস্তবতার সাথে আত্মীয়তা করা,
বড়ই কঠিন...
আমার সামনে,
সব রাস্তাই গোধূলির ধূলিমাখা,
আবঝা মলিন...

স্বপ্ন বড়ই দূর্লভ, সবার জোটেনা,
ভাগ্য চাই.. সুখোস্বপ্ন দেখার,
তাকে জীবিত করার,
তাকে.. জড়িয়ে ধরার,
তাকে... আপন বলার।

তাইতো তুমি নিওনা,
নিওনা এ স্বপ্ন সরায়ে..
এ হোলো মোর প্রাণ,
জরায়ে রেখেছে আমায়,
আমার অভিমান।

তাই তো বেঁচে আছি এতদিন,
নিওনা এ স্বপ্ন কেড়ে,
আমি নিঃশেষ হব,
সব অথর.. জীবনহীন।

অন্তঃস্বত্তা বিগলিত,
মুশকিল ধরে রাখা প্রাণ,
ছিনিয়ে নিওনা স্বপ্ন আমার..
হয়ে যাব অবসান,
জরায়ে যে রেখেছে আমায়,
সে আমার অভিমান,
আমার সে,
ভালোবাসার সন্মান।।

Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

Thursday, September 12, 2019

উত্তরণ - Kobita (2019) Bengali Poetry

Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

হেরে যায়নি, হেরে যাবেনা কেউ কখনও..
কোনো নবক্ষনে, অনুশাসনে,
তিক্ত সমাজের মাঝে হলেও..
জন্ম সবার, উদার প্রাঙ্গণে।

বহুকাল বেরসিক..
মনুষ্যত্বের ছোঁয়া লাগা এই পোশাক,
সমাদরে সুযোগ চাই, নব যৌবন গড়ার।

স্বাধীন সত্তা বলে..
বর্বর কোনো জাতির অধীনে
নেই আজ আর..
নেই কোনো শিশু অত্যাচার,
কোনো নারীর মানহানি আর,
পীড়িতদের ধর্ষণরত কারাগার।
নেই কোনো ধর্মের নামের দোহাই দিয়ে..
জাতের বুকে ছুরি রেখে..
উশৃঙ্খলের সবল জবাব, সরব আজ অধিকার।

ছেড়ে আসা চাই..
সব ক্লেশ, সব দ্বেষ,
সেই পরাধীন খোলসটির সাথে।

অনেক বিরল ক্ষনপ্রাপ্তি,
যাহা স্রষ্টার শ্রেষ্ঠত্বের অংশ,
যাঁদের সৃষ্টি ক্ষনেকের তরে..
যাঁহারা এখন নিষ্প্রাণ.. মহাপ্রাণ,
স্রষ্টার হৃদয়ে যাঁদের অবস্থান,
স্বাধীনচেতা ধরনী ফেরত চাইছে তাঁদের।

চাইছে আবার..
আনন্দঘন  আশাময় পরিত্রাণ,
গাইবে সবে সম-সাম্যের জয়গান।।


Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

Sunday, September 8, 2019

চলো পাল্টাই - Bangla Kobita (2019)

Kobita, Bangla Kobita, 2019, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love
চলো পাল্টাই - Bangla Kobita
তোমার দৃষ্টি আমায় ধার দেবে!
আমি যে তোমার মত করে দেখতে চাই..
এই পৃথিবীর বুকে, টিকে চলতে চাই..
অন্ধকারে ছিদ্র আলোর প্রকাশে,
কিভাবে পাও তুমি খুঁজে..
ভালোমানুষির আবরন !
দাও আমায় সে দৃষ্টি,
মিষ্টি চোখে, আমি নিজেকেও কিছুটা পাল্টাই।

দৃষ্টিনন্দন কিছুই পাইনা খুঁজে,
তুমি বা কি করে পাও !
বুজরুকি বন্ধুর অবাধ ব্যাবসা,
কিভাবে সামলে নাও।
শেয়াল কুকুরেরাও রাস্তা ঘাটে,
আজ কুড়োচ্ছে সন্মান,
গোলকধাঁধায় হোঁচট খায় যে,
সে অপার্থিব মুহ্যমান।
আহাম্মকের ঠেলার খেলায়,
রসিক হাঁটু গেড়ে বসে রয়,
তুমি বা কিভাবে সহ্য কর !
নাকি সেটাই,
উন্মাদ করা ভয়।

আমার চোখেতে নদীর স্রোতে,
লাশের ভাসান চলে,
তুমি বলো যদি বিশ্বাস করি,
গঙ্গা শুদ্ধ করে।
কারো বা স্বপ্ন রাস্তার বাটে,
টুঁটি ছিঁড়ে পরে রয়,
ল্যাংটো সমাজটা নাক না গলালে,
তোমার দৃষ্টিভঙ্গির জয়।

চলো পাল্টাই বলে সবাই,
মগজ ধোলাই করে,
সেখানেও বেশ টিকে গেছো তুমি,
শিখিও আমায় পরে।
সখের রাজা বিপ্লব এনে রাস্তায় অবরোধ,
গরীব মজুরের কাজে ছুটি দাও,
তুমি বড় অদ্ভুত।

মিষ্টি চোখে পাল্টে আমায় দিচ্ছো তুমি বেশ,
তোমার শেখানো বুলি বাতলে,
আজ আমি আর নয়, 
শুধু ভেবে ভেবে ভয় হয়, 
পাল্টে গেলেই, না হয় হয়ত..
গল্প তোমার শেষ।।



Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

Thursday, September 5, 2019

সবুজ ভালোবাসা - Bangla Kobita (2019)

Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

আমি এক দূর পাহাড়ের দেশে থাকি,
বন-জঙ্গলের আঁচলে মোড়া,
সবুজ মনের দেশ,
অচেনা কত মজা, বাহারি রঙের খেলা,
কত নাম না জানা পাখি দেখি বলত...
লাল, নীল, সবুজ.. হলুদ...
পরিচয়পত্র বইয়ের পাতায় না খুঁজলেও চলবে,
দেখেই তো চোখ ভরে ওঠে,
নাম না জানা কত্ত জন্তু জানোয়ার আছে.. মানুষও... আছে।

তবে জানো, সবার মুখেই হাসি...
বিরল, প্রাঞ্জল.. অদ্ভুত না!
সত্যিই আনন্দ কেউই খোঁজে না এখানে,
মনের সরোবর যেন পূর্ণ, গচ্ছিত রাশি-রাশি।

আকাশ বলো, বাতাস বলো,
সবাই কেমন সুন্দর, সতেজ
কত না ভাল লাগে, বলো..
প্রকৃতি যেন প্রাণ ভরে টিকে আছে এখানে,
ভালো লেগে, ভালোবেসে।

সত্যিই, আমি এই দূর পাহাড়ের দেশেই থাকি,
এখানে সূর্যদয়ের রূপোলী রূপ,
গাছের কোলে লুকিয়ে থাকে,
সাতসকালেই ভোরের হাওয়া..
কুয়াশা কণা ছড়িয়ে রাখে।
জানো, ঘুমের  ঘোরে...
মনের গ্রাম অকাতরে কেমন ডাক দেয়,
যেন আদরে মায়ের কোলে,
গেঁয়ো ছেলেটি, মাথা নুইয়ে দেয়,
বলে..আর একটু মা... একটু শুয়ে নিই।

আমি এই দূর পাহাড়ের দেশে থাকি,
কন্কৃট না হওয়া মনের দেশ,
কেমন যেন সবাই নির্ভেজাল এখনও পর্যন্ত,
আশ্চর্য বঞ্চিত যান্ত্রিকতার রেশ থেকে,
অবাক না!
কেমন করে যে বাঁচে এরা... 
খোলা মনের বারান্দায়,
হাসে খেলে নির্দিধায়।

সবুজ মনের দেশ গুলি সব,
আমাদের প্রানবায়ুকে.. 
শুনেছি  প্রানবন্ত করে রাখে..
মডার্ন তকমা না লাগিয়েই,
মডার্ন শেকলে না জরিয়েই,
প্রান্তিক রেষারেষির বাইরে থেকেই,
কেমন করে পারে বলত..
কেমন করেই বা বেঁচে এরা..
অবাক, তাই নয় কি..!



Tags: Sobuj Valobasha, Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love