Wednesday, October 30, 2019

মহিয়সী - Bangla Kobita


bangla kobita
মহিয়সী Bangla Kobita

ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
মেয়েলিপনার বাঁকা হাসিতে চিন্ময় করে রাখি,
আমি এ ধরা,
আঁকা বাঁকা রাস্তা নিষিদ্ধ বললেও,
আমি মৃত্তিকা ঊর্বরা,
আমি সমবলে একতালেই হাঁটি,
যত্তদূর যাবার ইচ্ছে যাই,
পেছন পানে টান পরলেই,
সবল মনে ফিরে তাকাই।

ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
বাস-রেলে তাই একা চরে বেড়াই,
নিজ অধিকারে,
নতুন যুগে তাল মিলিয়ে চলা আমি শিখেছি,
হাজার ঝাপটা সামলেও,
একাধিক অভিযোগে বেসামাল হলেও,
আজ রজনীও হয় নিথর,
আমার প্রস্তর বহুরূপ দেখলে।

ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
আমি এগিয়ে যাওয়ার মেয়ে,
আমি এগিয়ে যাওয়া জাতির প্রতিভার সকাল,
আমি পিছপরুয়াদের সাথে চিরকাল,
আন্দোলিত করার মেয়ে।

ভয়ে শুকিয়ে যাওয়া রক্ত পালটে নিয়েছি আমি,
আমার শরীরে,
ভেতরের সৌন্দর্যে তাই আমি প্রস্ফুটিত,
বাইরের আবরনটি খোলস মাত্র,
নিরাবরন পরিচয়পত্র।

ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
আমি এ যুগের মেয়ে,
সন্মান যাচাই করে নেবার ক্ষমতা,
আমার আছে,
আছে..
জীবন বাচাই করে নেবার ৷৷

Thursday, October 3, 2019

Bangla Kobita - শুন্য থেকে শুরু

Bangla Kobita, Recitation in bengali
Bangla Kobita - শুন্য থেকে শুরু

কিরে... ভয় করছে?
এত বিশালাকার পৃথিবীর সুবিস্তৃত চরাভূমি দেখে,
তোর কি ভয় করছে!
সেই তো সেদিন, আমিও তো ছোট্টটি ছিলাম,
মায়ের কোল ভিন্ন, অন্য কোলোও যে থাকবে,
ভাবিই নি কখনও।
তাওতো অকপটে বিশ্বাস করি সেই পরিবর্তন,
মা বললো, এ তোমার বাবা... আমি মানলাম,
মা বললো, এ তোমার এ, এ তোমার সে... আমি জানলাম।
আমার শুন্য স্থান পূর্ণ করে দেয়,
অগনিত সম্পর্কের বাঁধন,
জনবহুল পৃথিবী বুকে টেনে নেয়,
আমাকেও ভালবাসতে শেখায়, ভালো লাগতে শেখায়, 
ইন্দ্রিয়গুলোকে রূপ দিতে শেখায়।
আমি চলি, কেবল চলি, শুধুই চলতে থাকি,
আকাশ ছোঁব বলে,
আমি চলি, সমাজ গড়ব বলে,
আমি চলি, সবাইকে নিয়ে রাজত্ব করব বলে।

কিরে...এখনও ভয় করছে?
নিজের থেকেও বড্ড বেশি বড় বলে মনে হয়,
এই দুনিয়াটা, না রে!
রাস্তার এক কোণে দাঁড়িয়ে,
বড় অচেনা মনে হয়, অন্তহীন এই জনসমুদ্র!
হারিয়ে যাবার ভয় হয়,
বারবার মনে হয়, 
চেনা মানুষটি যদি থাকতো আমার পাশে, সারাটা জীবন!
যান্ত্রিক জীবন কিছুটা হত হয়ত সরল!
ভরসা করে চোখের জল লুকোতাম তার কোলে,
একটি গন্ধের আবেগ এনে দিত মমতার আশ্রয়,
কি রে, চোখ বুজে এখনও খুঁজিস সেই শুন্যকে!
যে তোকে প্রথমবার সামাজিক হতে শিখিয়েছিল,
ভালো হত না রে,
মা... যদি আপনি এগিয়ে এসে বলতো,
এ তোমার এ, এ তোমার সে...
ভীর আর ভয় করছে না, তাই তো,
আবার চোখ বোজ, এবার দেখতে পাবি,
রাস্তা কেমন সোজা হয়ে গেছে,
মানুষ গুলো আর অচেনা নয়,
মায়ের আদলেই পূর্ণতা পেয়েছে, যেন সবাই,
সবাই যেন ভালোবাসতে শিখছে দিনে দিনে।।



YOUR SEARCH TAGS:
satyapriyo, bangla kabita, bangla kobita, bangla kobita abritti, bangla kavita abritti, abritti, recitation, bengali, bengali poem, kobita