Tuesday, June 2, 2020

ভালোবাসা.. ভালোবাসি | বাংলা কবিতা | Bangla Kobita






আমার বুকে.. কান লাগিয়ে কখনো শুনেছো!
ক্রমবর্ধমান বিদ্যুৎ শব্দ.. অনুভব করতে.. পেরেছো!
বলতো কি বলছিল সে...
লজ্জায় গাল দুটো.. রাঙ্গা হয়ে যখন গিয়েছিল,
আমি বুঝেছিলাম, তুমি ঠিক বুঝেছ..
আমি ভালোবাসা, তোমায় ভালোবাসি..
তোমার স্পর্শ ভালোবাসি..
হাতে হাত রেখে.. চলতে ভালোবাসি,
তোমার চোখের মনিতে.. নিজেকে দেখতে ভালোবাসি,
তোমার ঠোঁটের কোণের হাসিতে.. নিজেকে খুঁজতে ভালোবাসি,
আর তোমার সাথে.. ঘর বাঁধতে.. দারুন ভালোবাসি..
সব মিলিয়ে.. মনের কোনে তোমায়.. আদর করতে ভালবাসি,
এই ভালোবাসাটাই তো.. জীবনের কেন্দ্র..
আমিতো তার চারপাশে.. ছড়িয়ে-ছিটিয়ে থাকি..
তুমি, আমার বুকে হাত রেখে..
এ সব কি বুঝে উঠতে পেরেছিলে?
জানো..
সবকিছু মুখের কথায় প্রকাশ পায় না ঠিক ঠিক,
অন্তরমনের, অন্দরমহলে, তার খবর ঠিক লুকিয়ে থাকে..
আমি জানি.. তুমি ঠিক খুঁজে পাবে একদিন,
সময় করে.. আবার একদিন আমার বুকে.. কান রেখো,
দেখবে.. ঠিক শুনতে পাবে.. তরঙ্গের বহুতাল,
স্নিগ্ধ ভালোবাসা.. সুপ্ত, লুপ্ত এখনও নয়,
তুমি ঠিক শুনতে পাবে।

Sunday, March 8, 2020

সূর্য | Bangla Kobita | Bengali Poem

সূর্য | Bangla Kobita | Bengali Poem


সূর্য, তুমি কোথায়?
তুমি তো মুখ লুকিয়ে চলার পাত্র নও
তুমি তো মনের উত্তাপ দমিয়ে,
অন্তরদহনে দগ্ধ হতে জানো না!
সূর্য, তুমি তো সমবলে বায়ুরন্ধ্রের উর্ধ্বে
তাই তো জানতাম,
তাই তো চোখ খুলে মুখ ফুটে তোমাকেই চাইতাম,
আমার কায়-মন-বাক্যে তুমিই তো ধ্বনিত হবে,
এই বোধ সেই ছোট্ট থেকে প্রস্ফুটিত হয়ে এসেছে,
আমার মনে, আমার প্রাণে,
আজ তুমি কোথায়,
কোথায় লুকিয়ে আছে তোমার সেই জ্যোতি,
ভালোদের জন্য যা হল আলো, আর,
ব্যার্থ মানববাদিদের জন্য, শুধু হল তা ধংস,

ধংস করতে করতে, তুমি কি তাহলে আজ, ক্লান্ত হয়েছ,
পরিবর্তনের কথা বলে ক্ষান্ত হয়েছ আজ,
রক্ত বীজ কি আবার শিখর তুলেছে,
সংহার কি তবে আরও অশ্লীল হবে,
ধংস কি বিপর্যয় ডাকবে আবার,
তুমি কি থাকবে তখনও মৌন,
তোমার রূদ্র কি কালিকা'র তেজে ধ্বনিত হবে না তখনও,
তুমি কি এখনও রইবে মুখ লুকিয়ে,
ক্লান্তির লজ্জায় শিরাহীন হয়ে,
নির্বাক প্রাসাদ গড়ে, বল কতদিন থাকবে এভাবে বিমুখ হয়ে,
সূর্য, যদি তুমি অঘরা অধরা না হও,
যদি, এখনও না ভুলে গিয়েছ নিজেকে,
স্বরূপে প্রতিবাদ কর আবার,
স্বভূমি রক্ষিত হয় যাতে।