Saturday, March 30, 2019

বসন্তের ছোঁয়া - Poem of nature

বসন্তের ছোঁয়া 

Poem of nature
বসন্তের ছোঁয়া - Poem of nature

এই প্রভাতের মাতোয়ারা স্নিগ্ধতা,
মাদলিত মল্লিকা বনের পাখি,
উরে উরে জানান দেয়..
এস এস, ঐ দেখ... ঐ যে কত করতালি,
আকাশ দেখ, সাগর দেখ, 
পাহাড়ের গায়ে বৈচিত্র্য.. দেখ,
দেখ খোলা মাঠের বিস্তার...
সবাই কেমন হাসছে বল,
প্রকৃতিরই পারাপার।

দেখ, ঐ উরছে সুখের কলকলি,
প্রানে ছোঁয়া লেগেছে মানিকের,
তাইতো...
 গাইছে বসন্তের গান।

আজ সবার তরে, ঘরে ঘরে..
মুগ্ধ ভোরে.. বাজে আনন্দেরই সে গান,
রুক্ষদিনের... হলই অবসান।

মহীরুহ ক্ষিতিজ'ও সম উন্মুক্ত,
পুরাতন যাতনা যত...ক্ষয়ে রিক্ত,
তাঁহারা বাহিরে ভিতরে..
স্নিগ্ধা নতুন পল্লবী,
যেন দু-হাত মেলে উজার নিজের প্রাকার,
কোকিলার ছন্দে ছন্দে, সবাইকে বলে দেয়..
বসন্ত এল তাই, বসন্ত এল ভাই।

Wednesday, March 27, 2019

মায়াজাল (Mayajal) Poem

মায়াজাল...Poem


Poem, Mayajal, illusion, Bengali kabita

দায়িত্বের বোঝাপড়ার মাঝে মাঝেই,
রঙ্গিন স্বপ্নের রংগুলো,
ছলনা করে শুধু। এলোমেলো হয়েই...
আমার আমিত্বের মধ্যেই,
উপঢৌকন হয়ে রয় শুধু।

বোঝাই দুষ্কর, জীবন কি এক অমোঘ নিয়মের
নাম, নাকি... অস্থির অসাধারণ অভিনয়!
যার প্রেক্ষাপটে আমি আর আমরা মাত্র,
অন্যেরা শুধুই অবান্তর পাত্র।
তারা নাহলেও নয়, হলেও হয়,
ভালো দিনের মধ্যেই সব সীমাবদ্ধ।
রাত্রির আঁধারের বলয়ে, সাদাকালো স্বপ্নের ক্যানভাস..

অতটুকুই তো সত্যির প্রতিচ্ছায়া!
দিবানিদ্রায় আচ্ছন্ন হয়ে দেখা, চোখের পর্দায়..

স'বি তো মাত্র ভ্রমের সুচতুর কায়া, অগোচরের উল্টো প্রতিফলন, একমাত্র নির্বোধ মায়া।


Saturday, March 23, 2019

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life


আমি আছি তোমার পাশে
Poem of life

অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ, 
অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ... আমি,
তবে কালের কবলে শুধু অসহায়...
প্রেমস্পৃহা নিঃশেষিত নয়,
অন্তরালে শুধু রয়েছি আমি।

Poem

এই জগৎ সাগরে...
জানি তুমি ব্যাস্ত, 
তবে স্পণ্দন হয়নি অবলুপ্ত, 
সুপ্ত আগ্নেয়গিরির লাভার ন্যায় লালায়িত...শুধু সময়ের অপেক্ষায়। 
তুমি জানি পারবে, পারবে দিনান্তে... ক্লেশের ণাগপাশ উতরাতে, 
ফিরতে তোমাকে হবেই... শেষ মূহূর্তে হলেও...
আমার  ইতিহাস হওয়া...


অনারম্বর প্রেমের কাছে। 

তুমি সন্ধ্যারো মেঘমালা (Tumi sondhaaro meghomala) Poem

তুমি...
পশ্চিমাকাশের অস্তমিত সূর্যের অন্তর হতে...
উদ্ভাসিত রংগিনীর আলোকচ্ছটা,
বাস্পায়িত ভাসমান মেঘপুণ্জের কল্লোলের,
মাঝের ক্ষণস্থায়ী জীবনজটা।


Poem




তুমি...

জানি পারো,
মেঘের মাঝে রং মিশিয়ে খেলতে,
অগনিত আলোর রশ্মি ছরাতে,
ঘরমুখো সরব পাখির কলকাকলিতে...
সুরেলা বাঁশির সুর যোগাতে।

তুমি...

পর্বত চূড়ায় লুকিয়ে পর,
শেষ বিকেলের পরশমণি,
ছুঁইয়ে সবাইকে আদ্র কর,
আকাশ বাতাস স্নিগ্ধ করে,
গাছের ফুলেদের ঘুমোতে বল।

তোমার রঙ্গেতে স্বপ্নিল সাগর,

হয়ে ওঠে মনোরমা,
মাছেরা সবে লুকিয়ে পরে,
সৈকত প্রান্তরে...
অথৈ জলের আনাগোনা।

তুমি

সন্ধ্যার সূর্যাস্ত...
তুমি সন্ধ্যারো মাঝে মেঘমালা,
তোমায় দেখে নয়ন জুড়ালো সবার,
আবার এসো আগামী সন্ধ্যেবেলা।।

মনের মানুষ (moner manush) Poem


আজির আবেগ যত,
হবে না গত, তত প্রনয় বাঁধবে আপোনারে,
কূৎষিত যাতনা যত,
হোঁচট খেয়ে, রবে বাইরে দাঁড়িয়ে দুয়ারে।




হাজারো মানুষ পাই

যেখানে যাই, অন্তরংগ সম্পর্ক নাই কিছু,
বাড়িয়ে কেউ দেয় হাত,
হারিয়ে যায় কেউ, কেউ হাঁটে বহুদূর পিছু পিছু।

Poem


মনের মানুষ চাই,
ঠাকুর ছাড়া কি গতি নাই,
খুঁজে ফিরি, হন্যে হয়ে মরি,
এ জীবন কাটাব কি করে জানা নাই।



ভুলে যাই, যাই হোক,

ভগবানও তো ভালো লোক,
তিনি যোগাবেন ভালো কিছু নিশ্চয়ই,
খোঁজাখুঁজি বাদ দিয়ে,
মন দিয়ে ভাবি আজ,
সবার তো আছে মন, সবাই তো মানুষ,
দুইয়ে মিলে করি এক,
হল মনের মানুষ।




ভাল খারাপ আর নেই, মতান্তর মাত্র,

পাল্টে নিলে দৃষ্টি, দেখ,
ভালোনালাগা ভঙ্গিমা'ও
ঈশ্বরের অনবদ্য সৃষ্টি।




সবাইকে নেব আপন করে,

সবাই বলব প্রান ভরে,
সবাই তো নিজের মনের মানুষ,
কোথায় অপমান,
সুন্দর তুমি, সুধাও নিজেকে,
আছেকি অপমান।।





বন্ধু হতে চাই (bondhu hote chai) Poem

Poem



ভালবাসি আমি নিজেকে,

অন্যের তাতে,
কিই বা এসে যায়।
ভালবাসা তো রঙ্গিন পরশ
অমত নেই,
শুরুটা তাই
আপন হতেই করা যায়।



অন্যেরা যখন আসে কাছে...

ভাবি,
ভালবাসব কি!
সে তো,
চাইবে কি প্রতিদান!
ন্যায্য হবে কি আমার সঙ্গ...
হবে কি,
এ বিধাতার বিধান।



আমি তো চাই মানুষ,

নিষ্কলুষ বন্ধুত্ত্ব,
সেও কি,
চাইবে তাই,
স্বার্থান্বেষী হবে না কোনমতে,
চায়ের কাপে করবেনা কোন কসরত।



আমি নিজেকেও ভালবাসি,

শুরু হবে সেখান থেকেই,
একান্ত বন্ধুর সন্ধান।
বিলাব তবেই প্রেম,
মনোময় সঠিক মানুষ,
পাব করছি আশা,
অপেক্ষা,
আনজনের আন্তরিক ভালবাসা,
আপনের সন্মান।।

নায়ক (Nayak) Poem

শান্ত মন, ক্ষীপ্র প্রবল,
চলে সে বায়ু বেগে...
চারিধারে চায়, সর্বস্বই পায়,
আবার,
সবি খোয়ায় আগে ভাগে।

Poem
উৎকৃষ্টতম জীবন, হয়েছে জটিল,
অভিভাবকরা গেছেন হারিয়ে...
কি করে চলি বল,
শীর্ষেতে নেই হাত,
ভেবেছিলাম করেছি বাজিমাত,
তাই আজ ধরাশায়ী হতে হল।

আমি নরক থেকে উঠে...


নায়ক হলাম,
নায়কত্ত বজায় রাখিনি,
আনন্দ, আদর, আপ্যায়নের,
মর্যাদা দিতে পারিনি।

হায়, জীবন শুকায়ে যায়,
মৃত ব্যক্তির তো ক্ষুধা তৃষ্ণা নাই,
যত ভুল করেছি এ জীবনে,
প্রখর প্রক্রিয়ায় প্রকৃতি নেবে শোধ,
যতই হোইনা কেন নির্বোধ,
অবলীলায় করবে নিঃশেষ,
অবশেষ থাকবে না,
কিছুই লুকায়ে।

এখনও হয়ত  আছে  সময়,
প্রকৃত নায়ক হই,
পরিবেশ কে বাঁচাতে,
এগিয়ে যাব,
শতকষ্টেও যদি রই।
মানুষের হুঁশ আছে বৈকি,
গর্ধব যে আমি না,
প্রকৃতি আমি ভালবাসি,
মানুষ বলেই তো,
অমান্য করি না।।





গুরু দেব ( Gurudev) poem

Poem


অমিয় বাণীর স্রোতে,
ভাসমান জাহাজের নাবিক,
ব্যাপ্তির জগতসমূদ্রে,
থরথর সলিলে নরবর হলেও,
অস্থির নয়,
কখনো মস্তক হয়নি অবনত।

যতই আসুক ঝঞ্ঝা সমর,
যুদ্ধ শেষের ক্লান্তি,
মহৎ হৃদয়ের পরশচ্ছটা,
বিলায় মনে প্রশান্তি।

ইতিহাসে ঐতিহ্য হয়ে রয়,
এমন মানুষ,
পাথেয় জীবনের বাঁকে,
অনুসরণে সুখ-সম্পদ হয়,
নমস্য ওঁরা,
অন্তর্নিহিত জ্যোতি, 


আপন হতে জাগে।

ঈশ্বরের উপহার (Ishwarer upahar) Poem

আকাশে হাজার মেঘ,
তোমারি কথা বলে,
বাতাসে গন্ধের রেশ,
তোমারিত স্মৃতি দিয়ে চলে,
ফুল ফোটে গন্ধ বিয়পে,
পূজার কুশুম কাননে,
চোখ খুলে চাই, তুমি আছ, আমি...
তোমার চরন কমলে।
তুমি মা...
তোমা হতে সৃষ্ট আমি,
ঐকান্তিক ইচ্ছা, আমি...
তোমারি তো অংগ,
কি করে ভুলিব তাহা,
ঐশ্বরিক সংগ।
তুমি মা...
কত মাস সয়েছ আমায়,
দিবা রাত্রি রয়েছ আমার হয়ে,
সুখে হেসেছি,
দুঃখে কেঁদেছি, সিক্ত নয়ন,
অশ্রু জলে উজাড় করেছি তোমার কোল।
কারন অকারনেই দীর্ঘশ্বাস,
সবিই আমার জন্যে,
তুমিই আমার প্রথম আপন,
বাকি সব তার পরে।
তুমি মা...
বল, কোনদিন তুমি হবে না ইতিহাস,
মনের আসনে রইবে বল,
আমার হয়ে তুমি থাকো মা,
তোমায় জরিয়ে আমি থাকব চিরকাল।।
Poem, mother

মরু প্রান্তরে (Maru prantore) Poem


Poem, bsf, India

মায়াবিনি এ মরু প্রান্তর..
হাত নিশ্চল, কদম জোরায় কতিপয় জোরালো ভুমিস্খলন,
চলতে পারব কি!
ঐ যে তাঁর ঘেরা প্রাচীর, সে পর্যন্ত আমার দেশ, 
আমার গর্বে বুক স্ফিত, জোয়ানের হাতে দিয়েছে নিজের ভার,
সে আমাকে দ্বায়িত্ত দিয়েছে,
ঘুমবে সে সারারাত, দেশের শিরে রইব দাঁড়িয়ে আমি,
এক চিলতে আসুবিধে হবে না কারো।
কি পেয়েছি, কি পাব, কোথায় আছি, 
কোথায় যাব, ভাবনার কোন অবকাশ নাই,
চিরাচরিত যাতনার জগত বহুদূর এখান থেকে,
দশের জন্য এই মরুভূমি প্রাঙ্গন আমার।
আমি আছি, তুমি খেলো... প্রানে হোলির রঙ মেশাও,
ঐক্য স্থাপনে যত্নবান হয়ে, এগিয়ে নাও আমার দেশ,
বাইরের কেউ নাক গলাবে না, সাহস নেই, আমি আছি,
শুধু দেশের হৃদয়টা দেখ, সেটা যেন পোক্ত থাকে।
ভাল কাজ করে যাও আর সুগন্ধ...
আমি পাব সেটা এখান থেকেই
তুমি চিন্তা কোরনা... আমি যতদিন আছি, ভালো থাকতে ...
আমাকে হবেই... নইলে...
কিকরে ভাগিদার হব, দেশের আনন্দের!
বাধ্য ছেলের মত দাঁড়িয়েই আছি... দেখ,
কাঁটাতারের বেড়ি দেখি, হাতে অস্ত্র,
দুভাগের মনের একভাগ তোমাদেরই পানে চেয়ে...
আমি দিয়েছি যথা সর্বস্য, 
সবে মিলে তোমাদেরও যে চাইছে দেশ...
এক দেশ, এক প্রান, এক জাতি হতে...
একই সূত্রে বাঁধা ...
দেশবাসি হতে... । 




উপযোজন (upojojon)


Poem, poetry

নিস্তব্ধ গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ুক,
অন্তরালের সাক্ষ্য, নতুনদের...
সেই গান।
নেই সুযোগ, নেই সুযোগ...
কত বলবে একি কথা,
ক্লান্তির কি নেই শেষ...
এবার তো এগিয়ে যাও,
অবলুন্ঠিত কেন হতে দাও
তোমারই আপন...
সন্মান।
তোমারি তো চারিধারে,
পিপীলিকার  পক্ষ গজে,
প্রাচীন তো নয় সবাই...
নয় সবে মরিবার তরে,
আছে তার... যুদ্ধ জয়ের বদ্ধ অংগীকার।
আজিকার দেশ,
পরিবর্তনশীল সময় ও পরিবেশ,
কেউ টিকে যায়, অপদার্থরা হয় নিঃশেষ,
জীবের জীবনের, জরতা আর নয়,
জেনো পাল্টে যাচ্ছে... সমীকরণ  বারংবার,
কেন নির্বোধ হয়ে, উদাস হৃদয়ে,
তুমি বসে করছ শুধু... কালের অপেক্ষা।
নবসমাজের নবচেতনাকে...
সুযোগ দাও বেরিয়ে আসার,
বাঁধাধরা নিয়ম আর নয়,
নতুন কায়দায়...
গড়তে দাও দেশ, হবে... সবার অহংকার।।



অশরীরী ইশ্বর (Oshoriri Ishwar) Poem

তোমার হৃদয় মাঝে লুকিয়ে রইলাম আমি,
সারাক্ষণ, তুমি বুঝলেনা,
কত উন্নতির উষ্ণতা আহরিত হল,
আমার ক্লেদাক্তময় দেহ, ক্লেশ হীন হল,
তুমি টেরই পেলে না!
কতিপয় ব্যক্তি তার পালনকর্তার,
ঊর্ধ্ব মত পোষণে ব্যস্ত,
কার্যে ততটাই নির্বিকার,

তুমি অশরীরীর মত এভাবেই,
থেকো আমার পাশে,
ক্লান্তির নাগপাশ রুদ্ধ করে আমায়,
আবেগ দাও এ মনে,


যেমন সতী সদা রয় রুদ্রের খর্ব রোষে।
Poem, life, short poem

মনের মাঝে মন (Moner majhe mon) poem

Poetry, poem, song

মনের কোটরে বেসুরো বীণার টান,
বহুদূর বিস্তৃত সংগীতের অণুলয়,
মণিমালাসম শৃঙ্খলিত নয়, তবু,
অচিরেই প্রানে আবেগ আনে,
ঘোঁচাতে এ জীবন রাত্রি।

আমি নিজেকে বলি নির্দিধায়,যাকে,
অচিরে দিইনা কোন ফাঁকি,
তোমারই মনোরঞ্জনে সখি,
হারানো সুরেও রইল হাজার বাকি।

মনের সোপানে শপথ করি,
মনোমালিন্যে নাইগো তরী,
কারাগারে আমি রইব পরি,
তোমার অপেক্ষায়। অন্তরমাঝে,
বিলুপ্তির পথেও অনুচর হব,
তোমারই পিছু পিছু,
দিকে দিক দিকান্তরে,
তোমার আমার বাহিরো অন্তরে,
সাগর মিলবে কুলের আংগিনায়।

মন বিনে অন্তর যে নিরুপায়,
অনাড়ম্বর সাথী তাই,
অসহায়,বড়ই অসহায়।।