Saturday, March 23, 2019

মনের মানুষ (moner manush) Poem


আজির আবেগ যত,
হবে না গত, তত প্রনয় বাঁধবে আপোনারে,
কূৎষিত যাতনা যত,
হোঁচট খেয়ে, রবে বাইরে দাঁড়িয়ে দুয়ারে।




হাজারো মানুষ পাই

যেখানে যাই, অন্তরংগ সম্পর্ক নাই কিছু,
বাড়িয়ে কেউ দেয় হাত,
হারিয়ে যায় কেউ, কেউ হাঁটে বহুদূর পিছু পিছু।

Poem


মনের মানুষ চাই,
ঠাকুর ছাড়া কি গতি নাই,
খুঁজে ফিরি, হন্যে হয়ে মরি,
এ জীবন কাটাব কি করে জানা নাই।



ভুলে যাই, যাই হোক,

ভগবানও তো ভালো লোক,
তিনি যোগাবেন ভালো কিছু নিশ্চয়ই,
খোঁজাখুঁজি বাদ দিয়ে,
মন দিয়ে ভাবি আজ,
সবার তো আছে মন, সবাই তো মানুষ,
দুইয়ে মিলে করি এক,
হল মনের মানুষ।




ভাল খারাপ আর নেই, মতান্তর মাত্র,

পাল্টে নিলে দৃষ্টি, দেখ,
ভালোনালাগা ভঙ্গিমা'ও
ঈশ্বরের অনবদ্য সৃষ্টি।




সবাইকে নেব আপন করে,

সবাই বলব প্রান ভরে,
সবাই তো নিজের মনের মানুষ,
কোথায় অপমান,
সুন্দর তুমি, সুধাও নিজেকে,
আছেকি অপমান।।





No comments:

Post a Comment