Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

শৃঙ্খলাবদ্ধ - short poems about life

শৃঙ্খলাবদ্ধ

short poems about life, poem of life
short poems about life

আমি যখন প্রকৃতির পানে চাই
সে আমায় বলে,
"তোর জন্যই অপেক্ষা বহু বছর
আজ আর মোর...
ক্ষুধা তৃষ্ণা নাই"
আমি বলি, সৃষ্টি শৃঙ্খলা তো
তোমারি উপহার, তুমিই তো দূরের বলাকা হয়ে,
সবি দাও, ফুরিয়ে গেলে সময়,
যৎসামান্যও থাকেনা কিছু, নিয়ে নাও, নিয়ে যাও।
প্রকাশিত আলো বলেনা কিছু, শুধুই হাসে
সুখের আবেশে আবেগের খেলায়,
বুঝি না, কেনই বা এত ভালবাসে,
কেনই বা তুমি  এত উদার, এতই উদাস
কেন অহংকারে উৎফল্লিত হওনা উচ্ছাসে।
সে বলে, "আদরিব বলেই তো আদ্র রয়েছি বহুকাল,
তোমাকে যতই দিলাম, অপূর্ণ থাকলে তবুও,
ততই মঙ্গল কামনারে, দিলাম অনেক আরও,
কার্পণ্য তোমার ব্যবহারে, উদাসীন হয়ে রই আমি,
যেন মাত্র অপাত্রেই করিলাম দান,
বিনোদন নয় বিধাতা, উচিত ছিল করা সন্মান।
তাই তোমায় দাও আমারে,
কলংকের ভাগিদার করেছ আমায়,
যে ভুল করেছি, অন্যথা নাই পরিত্রাণ"

আমি বিস্মিত, ধরা পরেছি শেষমেশ
চলেছি এতকাল, এতদিন কত ছলে,
অনুর্বর করেছি এ ধরা, 
এবার সময় কই,
সত্যিই কি নামঞ্জুর হবার পথে সব,
নিবেদনের শেষমেশ কোন মুল্যই নাই।
গঙ্গার পাপোদ্ধারেও ফলিত রসায়ন
মুল্যহীন হল, পালাবার পথ সব রুদ্ধ,
বিধাতার কাঠগড়ায়,  আমি শৃঙ্খলাবদ্ধ,
মর্মান্তিক আসামি... শ্রীহীন হয়ে রই।।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...