Friday, November 1, 2019

অন্তরালে - Bangla Kobita

Bangla Kobita


কেমন আছ? অনেক বিরল অনুভূতির একাংশের
একভাগ এই শব্দ,
কেমন আছ বললে নাতো!
পুরোনো প্রেমিকের আঙ্গিক,
অসাবলিলতার লয়,
বল কেমন আছ!
জটিল হৃদয়পুঞ্জে ব্যার্থ মানুষের ভালোবাসা,
সুরের তকমা লাগিয়েও,
ছন্দহীন বোধ হয়,
ভাষার আবেদন যেন বার বার ফিরে আসে,
জানতে চায়,
কেমন আছ তুমি!
আমার আন্দোলিত ভালোবাসা!

বিনিদ্র রজনী,
জাগি আমি-তুমি নির্দিধায়,
হারানো সুর বিভোর বহুদূর,
স্নিগ্ধ শোভন অছিলায়।
আমি ভাল নেই, স্মৃতির পাতায়,
তুমি যে বদ্ধমূল, এখনও,
আমি জানি না আমাদের সোপান কোথায়।
শুধু ভেবে পাই,
ভালো আছ তুমি,
ভালোবাসা আজও যেন,
কোথাও লুকিয়ে রয়েছে অবহেলায়।।

No comments:

Post a Comment