Friday, May 7, 2021

জীবনের অংক - Bangla Kobita 2021

 এক-পা দু-পা করে এগিয়ে যাওয়া,

এক এক্কে এক, নামতা গাওয়া

দুইয়ে মিলে এক হওয়ার অংক

জীবনের অংক - Bangla Kobita 2021
জীবনের অংক - Bangla Kobita 2021

হাতে হাত রেখে চলতে চাওয়া

জীবন তো নাম এরই,

মাথার ঘামে গন্ধ কষ্টের

সোজা শিরদাঁড়া করছে শিরশির

মনের কথাই শুনছি সবে

মগজ ধোলাইয়ে স্তব্ধ শরীর

জীবন তো এরই নাম,


চুলের জট মাথার ভিতরে কেমনই বা বাসা বাঁধলো

চোখের শক্তি এলোমেলো হঠাৎ

আলোর বাতি জ্বালো

হারিয়ে যাওয়া নামতা'র বুলি

চোখের সামনে উঠুক ভেসে

কানের পর্দায় শৈশবের সুর

আবার আসুক জীবন্ত বেশে

জটিলতার বাঁধনে আসবে শিথিলতা

জীবন কিছুটা হবে সরল,

কিছুটা হলেও তো ভালো লাগবে আবার

থাকুক অতৃপ্ত.. অশান্ত বিধ্বংসী গরল,


অবুঝ মনের জালে আবদ্ধ

জীবিত আবার হওনা কেন

স্পর্শের কাতরতা তোমার মনে

কেন বিষাদ এত আনমনে

সোজাসাপ্টা অংক গুলো

একটুখানিই তো ভুল হচ্ছে, হোকনা একটু

শুধরে নিলেই তো শোধরানো হয়

জটিল অংকের অত কেন ভয়

জীবনটাকে দেখো, বোঝো, শেখো

শৈশবের সুরেই.. আজও আছে সুরেলা সেই অংক

জীবন আজও বিষাদ নয়,

জীবন তো.. এমনই হয়।

পরিনাম - Bangla Kobita 2021

 

পরিনাম - Bangla Kobita 2021
পরিনাম - Bangla Kobita 2021














মৃত্যুভয়ে জর্জরিত তুমি

আমার পা আঁকড়ে ধরেছ কেন 

আমি কি করতে পারি তোমার জন্য

এখন তো বড় দেরি হয়ে গেছে

তোমায় যখন সাবধান বাণী দিয়েছিলাম

কানে ইয়ারফোন গুঁজে পাত্তাই দিলে না

মোবাইল ফোনের রঙ্গীন স্বপ্নে মশগুল হয়ে থাকতে

তোমার তো বেশ ভালো লাগতো

হঠাৎ ইয়ারফোন টা কি নষ্ট হয়ে গেছে তোমার

না কানের পর্দায় ফাটল ধরেছে

সময় থাকতে ভালো কথা না শুনলে

অসময় তাদের ফাঁদে জড়িয়ে ফেলে

তাইতো এবার তোমার মৃত্যু যন্ত্রণা

তুমি বুঝতেই পারলে না

কে, কিভাবে তোমাকে ইনফেক্ট করে দিল

তুমি বুঝবেই বা কি করে

সব সময় মোবাইল ল্যাপটপে তো মুখ গুজে পড়ে থাকো

জীবন যুদ্ধে এতটাই জড়িয়ে তুমি

ভুলেই তো গেছো জীবন কি চায়

তোমার তো অনেক পয়সা হয়েছে

বলোনা, ওদের তোমাকে ঠিক করে দিতে

আজকে কেন তোমার চোখে জল

হ্যাঁ, ওই যে সেদিন, টাকা রোল করে সিগারেট বানিয়ে ধোঁয়া ছেড়েছিলে আকাশে, হয়ত তারই ফল।

ভালোবাসার দিনগুলি বিকিয়ে ফেলেছি বন্ধু

এখন যে নৈরাশ্যের দিন চলছে

আজকের দিন যে আমাদেরই হাতে বানানো

আমাদের সবার জীবনই যে দুলছে

মৃত্যু বোমা যে আমাদেরই হাতে তৈরি ছিল

তুমি বানিয়েছিলে, আমি বানিয়েছিলাম

আমি এখন পর্যন্ত টিকে, আর তুমি

আজকের মৃত্যু তাই তোমার দায়, 

মৃত্যুভয়ে তুমি কেন এখনো জর্জরিত

আমায় কিছু বলো না, আমি যে সম্পূর্ণ নিরুপায়।।