Friday, May 7, 2021

পরিনাম - Bangla Kobita 2021

 

পরিনাম - Bangla Kobita 2021
পরিনাম - Bangla Kobita 2021














মৃত্যুভয়ে জর্জরিত তুমি

আমার পা আঁকড়ে ধরেছ কেন 

আমি কি করতে পারি তোমার জন্য

এখন তো বড় দেরি হয়ে গেছে

তোমায় যখন সাবধান বাণী দিয়েছিলাম

কানে ইয়ারফোন গুঁজে পাত্তাই দিলে না

মোবাইল ফোনের রঙ্গীন স্বপ্নে মশগুল হয়ে থাকতে

তোমার তো বেশ ভালো লাগতো

হঠাৎ ইয়ারফোন টা কি নষ্ট হয়ে গেছে তোমার

না কানের পর্দায় ফাটল ধরেছে

সময় থাকতে ভালো কথা না শুনলে

অসময় তাদের ফাঁদে জড়িয়ে ফেলে

তাইতো এবার তোমার মৃত্যু যন্ত্রণা

তুমি বুঝতেই পারলে না

কে, কিভাবে তোমাকে ইনফেক্ট করে দিল

তুমি বুঝবেই বা কি করে

সব সময় মোবাইল ল্যাপটপে তো মুখ গুজে পড়ে থাকো

জীবন যুদ্ধে এতটাই জড়িয়ে তুমি

ভুলেই তো গেছো জীবন কি চায়

তোমার তো অনেক পয়সা হয়েছে

বলোনা, ওদের তোমাকে ঠিক করে দিতে

আজকে কেন তোমার চোখে জল

হ্যাঁ, ওই যে সেদিন, টাকা রোল করে সিগারেট বানিয়ে ধোঁয়া ছেড়েছিলে আকাশে, হয়ত তারই ফল।

ভালোবাসার দিনগুলি বিকিয়ে ফেলেছি বন্ধু

এখন যে নৈরাশ্যের দিন চলছে

আজকের দিন যে আমাদেরই হাতে বানানো

আমাদের সবার জীবনই যে দুলছে

মৃত্যু বোমা যে আমাদেরই হাতে তৈরি ছিল

তুমি বানিয়েছিলে, আমি বানিয়েছিলাম

আমি এখন পর্যন্ত টিকে, আর তুমি

আজকের মৃত্যু তাই তোমার দায়, 

মৃত্যুভয়ে তুমি কেন এখনো জর্জরিত

আমায় কিছু বলো না, আমি যে সম্পূর্ণ নিরুপায়।।

No comments:

Post a Comment