উত্তরণ - Kobita (2019) Bengali Poetry
হেরে যায়নি, হেরে যাবেনা কেউ কখনও..
কোনো নবক্ষনে, অনুশাসনে,
তিক্ত সমাজের মাঝে হলেও..
জন্ম সবার, উদার প্রাঙ্গণে।
বহুকাল বেরসিক..
মনুষ্যত্বের ছোঁয়া লাগা এই পোশাক,
সমাদরে সুযোগ চাই, নব যৌবন গড়ার।
স্বাধীন সত্তা বলে..
বর্বর কোনো জাতির অধীনে
নেই আজ আর..
নেই কোনো শিশু অত্যাচার,
কোনো নারীর মানহানি আর,
পীড়িতদের ধর্ষণরত কারাগার।
নেই কোনো ধর্মের নামের দোহাই দিয়ে..
জাতের বুকে ছুরি রেখে..
উশৃঙ্খলের সবল জবাব, সরব আজ অধিকার।
ছেড়ে আসা চাই..
সব ক্লেশ, সব দ্বেষ,
সেই পরাধীন খোলসটির সাথে।
অনেক বিরল ক্ষনপ্রাপ্তি,
যাহা স্রষ্টার শ্রেষ্ঠত্বের অংশ,
যাঁদের সৃষ্টি ক্ষনেকের তরে..
যাঁহারা এখন নিষ্প্রাণ.. মহাপ্রাণ,
স্রষ্টার হৃদয়ে যাঁদের অবস্থান,
স্বাধীনচেতা ধরনী ফেরত চাইছে তাঁদের।
চাইছে আবার..
আনন্দঘন আশাময় পরিত্রাণ,
গাইবে সবে সম-সাম্যের জয়গান।।
Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love
Post a Comment