প্রতীক্ষা শেষ হয়নি (Pratiksha Sesh hoi ni... Poem)
যেখানে আকাশ নীল, তৎপর সাগর,
রৌদ্রস্নাত মেঘ,
ভাসমান নিজ স্বপনে..
যেখানে সরল সুবাস, হিল্লোলিত কানন,
আকন্ঠ সতেজ,
লালায়িত নিজ গঠনে।
আনন্দের ফাটক খোলা দেখ,
হাতের পরশ হয়নি এখনও ম্লান,
হয়নিতো কিছুই শুরু, তোমারিতো সময় নেই,
এবার তুমি যাবে কি আমার সাথে...
যেখানে বাঁধনে জড়ায় না কেউ,
অপরুপ প্রকৃতির ঢেউ,
যেখানে অসীম প্রেম, মাদল তোলে,
বহুরঙ্গ করতালি,
বিয়পে বহু নীরব কল্লোলে।
অসমতল রঙ্গিন প্রাকারে, আমি আছি,
তোমার অপেক্ষায়।।
Post a Comment