Haal Chhero na - Bangla Poem
হাল ছেড়ো না
![]() |
Haal chhero na bangla poem |
ঘন ঘন ফুল, ঐ সে উপকুল,
এগিয়ে চলে নাবিক পারের আশায়।
নিভৃত অন্ধকার ভয়, চারিদিক জলময়,
সিক্ত বদনে যেন, কম্পন অনুভূত হয়।
সর্বত্রই আঁধার, অথই সকল নিরাকার,
উত্তাল বাতাসে সলীল প্রলাপ যেন,
শোনা যায় ক্ষণেক... ছুয়ে যায় সারা দেহ,
সারা অঙ্গ, অশরীরী ভাষায়।
মাঝি ছুটে চলে, নৌকা বাইয়ে তার,
কূল-কিনারার খোঁজে।
দিন যায় রাত যায়... অথৈ জলের শেষ নাই,
কোথায় মাঝি ফেঁসে রয়, চিন্তা হয়...
সলীল সমাধি না-ঘটে তার!
হে ঈশ্বর! রক্ষা কর সন্তানে তোমার!
ওই দিকে, ঐ যে ঘূর্ণিচক্র জেগেছে আবার...
নাও যে তার, হল বেসামাল,
এদিক ওদিক দুলছে শুধু, ধরে রাখাই দূর্বার।
নির্বিকার, বৈঠা শুধু সামলে চলে,
তার কথা আর কেবা শোনে! শুধু মনই বলে...
হাল ছেড়না এগিয়ে যাবার।
সজোরে নৌকা কেঁপে ওঠে, হাঁফ ছেড়ে মাঝি উঠল বলে,
চরায় এসে পরল বুঝি, আর নয়...
পৌছে গেল কিনার পারে।
Post a Comment