Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

চোরাবালি - Poems about life


চোরাবালি


Poems about life
Poems about life

বড় কঠিন তোমার প্রনয়, 
মরু সিংহাসনে আরোহণের অবকাশ খুঁজি,
বালুকা শৃঙ্গে অমসৃণ পদচ্যুত হই বারংবার,
তথাপি হাতছানি দেয়, পিছুটানের লোভে ভয়,
এহেন প্রনয়ে বেঁধেছ আমারে, তব 
আঁচলের ভাঁজে সদা চিন্তা মগ্ন রয়।

কতকাল রয়েছি নিশ্চল,
সোনালী সোপান আমার দিকে,
আসবে এগিয়ে, আসবে আমার মায়ায়,
তোমার স্পর্শ আমায় করবে উজার !
আমি হব রসিক নটবর, হব আমি 
রাজার রাজা ! পাব অমিয় ফল,
অতিকায় ঐশ্বরিক রূপ পাব,
পাব আমি বিস্মিত আকষ্মিক ফসল।

এ হেন আশায় মগ্ন, তথাপি
প্রতারনা আমারি সাথে ! আমি বিহ্বল,
এতকাল অপেক্ষারত, আজ কেন এত নিরুপায় !
হে সময়, এ তোমার কেমনতর প্রনয়,
অলস-আহাম্মকের স্থান নাই বুঝি,
দরবারে তোমার ! আমি যে সময়ে বসিয়া
অসময়ের প্রার্থী হয়েছি, বুঝিনি সহজ সুবাশ,
ভুলের চোরাবালিতে ডুবন্ত সন্ধিক্ষণ,
জীবনমুল্যের দাও হে অবকাশ,
দু'হাত জুড়ে করি আমি ভুলের অংগীকার।।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...