Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

Ashok aschhe: Poem

আশোক আসছে

Ashok aschhe Poem
Ashok aschhe: Poem

অশান্ত মন, ক্ষিপ্র প্রবল... চলে সে বায়ুবেগে,
রণহূংকারে ধাবিত প্লাবন, কেইবা এসে রূধিবে !


তৃষ্ণার আরালে উড়ায়ে নিল সব...
সামনা হয় যার, নিষ্কৃতি নয় তার,
ঘোড়ার আরোহী, হাতে তলোয়ার
অবাধ্য যোদ্ধা, ছুটে চলে বাঁধভেঙে প্রান্তরে,
নাই বাঁধা, নাই হার... ক্ষমা নাই, নাশ সবার।
রক্ত, শুধুই রক্ত... মৃত্তিকার রং যেন বোঝাই শক্ত,
সীমাহীন মৃত্যু... চিৎকার, আর্তনাদ, ভয়াবহ অবসান।
তবুও থমকে রয়না মৃত্যু, ঢলে পরে আরও,
আরও ঝরে শুধুই রক্ত, বেশামাল যুদ্ধ অনবরত,
যেন, যেন উন্মুক্ত তলোয়ারটি,
বহুকাল পিপাসার্ত.. যে নেয় কেরে প্রান,
শান্ত পৃথিবীকে জাগিয়ে জানায়,
হবে তুমি নিষ্প্রাণ শ্বশান।

ধিরে ঢলে পরে... একপক্ষের কলরব,
বিদ্ধস্ত তলোয়ারবাজ, বিস্মিত চোখে চায়.. শেষ কি হল সব !


সূর্য গেছে পশ্চিমাদেশ, সাক্ষ্য কেবলমাত্র
এই সংহার, এই নাশকতা,
এই বর্বরাচিত অত্যাচারে অতিষ্ট উন্মত্ত।
দিন ঢলে, নিশি এল চলে,
চারিদিকে হাহাকার, হাতরে হায়রে শুধু শোকের ছাপ,
বিধাতার বিলাপ আর,
অনাথদের অকথ্য অভিশাপ।
চারিদিকে আগুন, রাঙ্গাআগুনের উত্তাপ,
চিতার আগুনে ভস্মীভূত,
অন্তিম মুহূর্তের অন্তহীন পরিতাপ।
যুদ্ধাপরাধের বিস্তৃত শোক,
ছড়িয়ে ছিটিয়ে অমানবতা,
রক্ত প্লাবনে রিক্ত নিরিহ লোক।
হাহাকার, অশান্তি আর পৈশাচিক অগ্নুৎপাত,
মৃতদের গ্লানি, দুঃখ আর বিলাপ,
ক্লান্তিময় হয়ে উঠেছে সব..
আকাশ-মর্ত-পাতাল, উড়ে আসে
নিশাচরদের  ভির আর বিনিদ্র সাথীহারার ক্রন্দন।

আর নয়, আরও এগিয়ে যাবার হল ভয়,
সব মিলিয়ে আকণ্ঠ হয়েছে ক্লান্তি, অশান্তি..
বাহুবলে অশান্ত হয়েছে সুকঠোর এ ধরনী।


এত নরসংহার, এত অবিচার.. মহান হতে !
পারল কি ! কেহই তো থাকল না আর,
হল কই প্রতিক মহানতার,
শান্তির ভিত নাড়িয়ে, নিশ্চিত হল কোথায়,
এতকিছুর জয়ী হয়েও, নিজেকে হারালো সেথায়,
স্বপ্ন ভঙ্গের বাস্তবায়নে, যেন সব হেরে.. হল নিঃশেষ।


আত্মগ্লানিতে শুদ্ধি বিচার, ত্যাগ হল বাহ্যিক রূপ,
শান্ত-স্নিগ্ধ কায়-মন-বাক্য, 
চিরাচরিত বৌদ্ধ মন্ত্রে দীক্ষিত হোক,
এহেন, ছাড়লেন তিনি সব,
ভীক্ষু বেশে চারিও দিশে.. বিলোলেন জপ্ তপ্।
তিনি আজ শ্রেষ্ঠ, অচিরেই মহান,
শ্রদ্ধেয় সবার আপন, নয় সম্রাট,
দিল জাতির বিধান।
তিনিই অশোক, রয়েছেন বৌদ্ধ,
এই নবায়নের যুগেও।।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...