বন্ধু হতে চাই (bondhu hote chai) Poem
ভালবাসি আমি নিজেকে,
অন্যের তাতে,
কিই বা এসে যায়।
ভালবাসা তো রঙ্গিন পরশ
অমত নেই,
শুরুটা তাই
আপন হতেই করা যায়।
অন্যেরা যখন আসে কাছে...
ভাবি,
ভালবাসব কি!
সে তো,
চাইবে কি প্রতিদান!
ন্যায্য হবে কি আমার সঙ্গ...
হবে কি,
এ বিধাতার বিধান।
আমি তো চাই মানুষ,
নিষ্কলুষ বন্ধুত্ত্ব,
সেও কি,
চাইবে তাই,
স্বার্থান্বেষী হবে না কোনমতে,
চায়ের কাপে করবেনা কোন কসরত।
আমি নিজেকেও ভালবাসি,
শুরু হবে সেখান থেকেই,
একান্ত বন্ধুর সন্ধান।
বিলাব তবেই প্রেম,
মনোময় সঠিক মানুষ,
পাব করছি আশা,
অপেক্ষা,
আনজনের আন্তরিক ভালবাসা,
আপনের সন্মান।।
Ekdon thik��
ReplyDeleteyes...thanks.. do join my YouTube recitation channel
Delete