অশরীরী ইশ্বর (Oshoriri Ishwar) Poem
তোমার হৃদয় মাঝে লুকিয়ে রইলাম আমি,
সারাক্ষণ, তুমি বুঝলেনা,
কত উন্নতির উষ্ণতা আহরিত হল,
আমার ক্লেদাক্তময় দেহ, ক্লেশ হীন হল,
তুমি টেরই পেলে না!
কতিপয় ব্যক্তি তার পালনকর্তার,
ঊর্ধ্ব মত পোষণে ব্যস্ত,
কার্যে ততটাই নির্বিকার,
তুমি অশরীরীর মত এভাবেই,
থেকো আমার পাশে,
ক্লান্তির নাগপাশ রুদ্ধ করে আমায়,
আবেগ দাও এ মনে,
Post a Comment