ঈশ্বরের উপহার (Ishwarer upahar) Poem
আকাশে হাজার মেঘ,
তোমারি কথা বলে,
বাতাসে গন্ধের রেশ,
তোমারিত স্মৃতি দিয়ে চলে,
ফুল ফোটে গন্ধ বিয়পে,
পূজার কুশুম কাননে,
চোখ খুলে চাই, তুমি আছ, আমি...
তোমার চরন কমলে।
তুমি মা...
তোমা হতে সৃষ্ট আমি,
ঐকান্তিক ইচ্ছা, আমি...
তোমারি তো অংগ,
কি করে ভুলিব তাহা,
ঐশ্বরিক সংগ।
তুমি মা...
কত মাস সয়েছ আমায়,
দিবা রাত্রি রয়েছ আমার হয়ে,
সুখে হেসেছি,
দুঃখে কেঁদেছি, সিক্ত নয়ন,
অশ্রু জলে উজাড় করেছি তোমার কোল।
কারন অকারনেই দীর্ঘশ্বাস,
সবিই আমার জন্যে,
তুমিই আমার প্রথম আপন,
বাকি সব তার পরে।
তুমি মা...
বল, কোনদিন তুমি হবে না ইতিহাস,
মনের আসনে রইবে বল,
আমার হয়ে তুমি থাকো মা,
Post a Comment