বসন্তের ছোঁয়া - Poem of nature
মাদলিত মল্লিকা বনের পাখি,
উরে উরে জানান দেয়..
এস এস, ঐ দেখ... ঐ যে কত করতালি,
আকাশ দেখ, সাগর দেখ,
পাহাড়ের গায়ে বৈচিত্র্য.. দেখ,
দেখ খোলা মাঠের বিস্তার...
সবাই কেমন হাসছে বল,
প্রকৃতিরই পারাপার।
দেখ, ঐ উরছে সুখের কলকলি,
প্রানে ছোঁয়া লেগেছে মানিকের,
তাইতো...
গাইছে বসন্তের গান।
আজ সবার তরে, ঘরে ঘরে..
মুগ্ধ ভোরে.. বাজে আনন্দেরই সে গান,
রুক্ষদিনের... হলই অবসান।
মহীরুহ ক্ষিতিজ'ও সম উন্মুক্ত,
পুরাতন যাতনা যত...ক্ষয়ে রিক্ত,
তাঁহারা বাহিরে ভিতরে..
স্নিগ্ধা নতুন পল্লবী,
যেন দু-হাত মেলে উজার নিজের প্রাকার,
কোকিলার ছন্দে ছন্দে, সবাইকে বলে দেয়..
বসন্ত এল তাই, বসন্ত এল ভাই।
Post a Comment