পাথেয় - poem of love
পাথেয়
ছন্দে ছন্দে রচিত, তথাকথিত,
নন্দে ধন্দে অপরিচিত আনন্দে...
রূপবান ঘনশ্যাম।
তাঁহারি ছোঁয়ায় ব্যাকুল হৃদয়,
কুল-কিনারায় দিশাহারা হই..
জোয়ারে ছিন্ন পাষাণী মন।
নিরাকার নির্বাক প্রতিবিম্বের রূপ,
ঐ ঘনিভু মেঘমল্লারের অমৃত মাঝে,
প্রকাশিত হয়ে উঠুক তোমার সাক্ষ্য,
খুঁজে পাব আমি,
তোমারি উপহারের জন্য এই...
আঁখির পলকে ফুটে উঠুক,
তোমার নাম... হে ঘনশ্যাম।।
Post a Comment