Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

মহাকাল - Bangla Kobita (2019 Recitaion collection)

মহাকাল

Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love
Bangla Kobita (2019 Recitaion collection)
 

দক্ষযজ্ঞের সর্বশেষ আহুতি হল এই,
আজ সতী আর নেই...
সতী... আর নেই!
ঢলে পরেছে শেষমেশ রুদ্রের কোলে...
তিনি স্তব্ধ, নিথর জড়িয়ে বাহুডোরে...

রোষানলে জর্জরিত তাঁর, দেহ-মন-প্রাণ,
নীলাভ অনল আজ আনবে প্লাবন,
প্রশ্বাসে বিকশিত হবে দূর্লভ গড়ল,
তিনি স্তব্ধ, নিথর জড়িয়ে এখনও বাহুডোরে...!


তৃষ্ণা, প্রবল তৃষ্ণা, চাতক হয়ে উঠছে মন,
প্রেম তৃষ্ণা আজ নিঃশেষ,
রক্ততৃষ্ণায় কাতর হয়ে উঠছে তন
চারিদিকে দূর্বৃত্ত, দুঃসহ চোরাপথ, চোরাগলি,
তাতে হওয়া নর’বলি,
ভ্রূক্ষেপ নেই মাত্র, চাই শুধু বিচার।
শ্বশানের আশেপাশের রক্তপেশিহীন পিচাশ,
মুক্তকেশী প্রেতাত্মারা ঘিরে রেখেছে তাঁকে
তারা চায় শুধু নিষ্ঠুর প্রাণের বলি,
সব লাল-লাল, নীল-নীল,
অথবা, বিবর্ন করে উজার করে শরীরের প্রতিটি অঙ্গ,
অশরীরী আত্মাকে শরীর মুক্ত করে,
ছুটিয়ে ক্ষান্ত হয় পথে, উপযুক্ত শাস্তি পাপীদের ঘরে ঘরে।

আজ আর সতী নেই...
ম্লান হয়ে রবে না কিছুই...
হবে সবাই রাঙ্গা-পথের-পথিক,
রোষের কবলে ছাই হবে সব, তুমুল কোলাহলে।
ক্রুদ্ধ রুদ্র, রুদ্রবস্ত্র মাত্রই... আজ তাঁর পরিধেয়,
রুদ্রঅনল ছড়িয়ে বিনষ্ট করতে চায়, সে সব সৃষ্টি,
করতে চায়, আরও অনেক দক্ষযজ্ঞ ধংস,
শেষ করে দিতে চায়,
বক্ষবিদির্ন রক্ত আভার সেই দীপগুলি,
লাল মুখোসের পেছনে লুকিয়ে থাকা,
ফেকাশে মুখগুলি।

আজ নিয়ন্ত্রনের আর কেউই নেই...
তাই, তাণ্ডবে বেসামাল হবে এ ধরা,
তাই, আজ তিনি উন্মুক্ত হৃদয়হীন যন্ত্র,
শপিত সমাজের, বুক চিরে ধংস চায়,
পাঁজর ফেরে রক্ত খায়,
ত্রিশূলে বিদ্ধ আঙ্গিক অংশ আকাশকে দেখায়,
রক্তগুলো ঝেড়ে গড়তে চায় এক,
নতুন প্রাকার, এক কল্পিত ভবিতব্য।
উন্মুক্ত কেশবিন্যাসে,
অসতীত্বের অভিশাপ কেড়ে, নিংড়ে,
আশীর্বাদ বানাতে চায় সব,
তারপর দিতে চায় তাতে... প্রাণ,
রক্তহীন জীবের প্রাণ...
অক্ষয়, নিষ্কলুষ মানবীয় প্রাণ।

তাকে কাঁদাতে চায়, তাকে হাসাতে চায়,
শেখাতে চায়, মান-হুস হবার ভাষা।
দু-হাত প্রসারিত করে, হাসতে চায় সে নিজে,
যতখানি সম্ভব, জোরে... ত্রিলোক বিজয়ীর মত।
পর্বত শৃঙ্গকে নিজ পদতলে রেখে, ফুঁপিয়ে নয়,
চিৎকার করে... করজোড়ে কাঁদতে চায় সে...
যেন, আর না হয় কেউ সতী!
আর কেউ না হয় যেন মহাকাল

বাসনাহীন মনটি, আর নয় রহস্যময়,
উজার করে লয়, সে হাতের মুঠোয়,
গভীর নিশ্বাস নিয়ে, দম বন্ধ করে সে,
নব অস্তিত্ববানদের আশায়,
নতুনত্বের ভাষায়, চির-শুদ্ধ হয়ে থাকুক এ পৃথিবী।।


Tags: Mahakaal, Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...