Prarthana - প্রার্থনা - Prayer poem for Sri Sri Thakur Anukul
প্রার্থনা
Prayer poem for Sri Sri Thakur Anukul
![]() |
Prayer poem for Sri Sri Thakur Anukul |
স্নেহময় তুমি পিতা,
তুমিই যে আমার মহাভারত,
পুরাণ তথা গীতা।
তোমার দেওয়া মন্ত্র যেন,
শান্তি আনে মনে,
বিপদে-আপদে, ভালোয়-মন্দয়,
স্বস্তি থাকে প্রানে।
মানুষ যখন নিঃস্ব, তার যখন
সব খোয়া যায়,
দিশাহারা হয়, মন হয় চঞ্চল,
বিকৃত হাতের স্পষ্ট ছাপ,
করে তাকে স্থবির, অচল...
সহায় মাত্র তুমিই,
হে দয়াল আমার...
তাকে যেন রক্ষা কর,
উদ্ধার কর সেই অসময় হতে,
সাহসের পরিত্রাণ দিও গো তাকে,
তোমার করুণাসম শান্তিময় পথে।
এতটুকুই নিবেদন, প্রার্থনা আমার...
ছেড়ে কভু যেওনা মোদের,
আশিস দাও যেন অর্জন করি,
যোগ্য আসন শিষ্যত্বের।।
Post a Comment