আমি ভালোবাসা - Poems about Love
আমি ভালোবাসা
আমি ভোরের পাখি হয়ে গান শোনাব,
রাতের বাতি নিভলেই,
আমি উজান গাঙ্গে ঢেউ খেলাব,
রাতভোর হয়রানি মিটলেই,
আমি আমার হয়ে তোমায় চাইব,
সূর্য সোপান দোরে,
আমি হৃদয় বৃত্তে স্মৃতি আঁকব,
আঁখির কলম ধরে,
আমি ব্যাকুল মোনের অকুল পাথারে,
ফুলের মাঝে রইব,
হৃদয় মাঝের হৃদয় টানে,
শেষবেলায় শেষ হইব,
আমি বেলির মাঝের রক্তআভা সম,
নিবৃতে আবৃত ভালবাসা,
আমি কখন-কোথায়-কিভাবে রইব,
অজানা সর্বনাশা,
আমি উন্মুখ, আমি উজার,
আমি সহস্র দিগন্ত বিস্তৃত পারাপার,
আমায় পাবার আকাঙ্খা আকাশছোঁয়া,
পেলে চন্চল অহংকার,
আমি অঘোরা হয়েই ঘুরে চলব,
অনাদি অনন্ত কাল,
কোথাও আমি রইবার নই,
প্রতিভার রঙ্গীন সকাল৷৷
Excellent dear...keep it up...my best wishes to you 👏👏👏👍👍💐💐💐💐
ReplyDeletethank you... pls listen my youtube channel recitations. hopefully you will like it or comment me for betterment
Delete