মৃত্যুদূত - Bangla Kobita (Mrityudut)
![]() |
মৃত্যুদূত - Bangla Kobita |
রাতের অন্ধকারকে অগ্রায্য
করে,
ছুটে এসে ম্লান মুখে,
দিগন্ত বিস্তৃত শক্তি
দিয়ে... টেনে নেয় একটা প্রাণ।
খট্-খট্ দরজার কোন শব্দ
নয়,
নেই কোন একাধিক ভয়,
এক নির্দিষ্ট সময়ে, এক
নির্দিষ্ট আত্মাকে,
তুলে নিয়ে যায়... এক
আগন্তুক মৃত্যুদূত।
আমি মরব না, মরতে চাই
না...
কিন্তু মৃত্যু কি আমায়
ছাড়বে!
কোন মমত্বতা রক্ষার্তে
দংশন করবে না!
কিন্তু না...
একাএক যখনি বলি, বাঁচতে
চাই হে কলি...
তখুনি মৃত্যুর ধ্বনি বেজে
ওঠে,
হৃদস্পন্দন যেন অতিক্রম
করতে চায় তার নিজস্ব গতি,
সব মায়ার বাঁধন, অসার হয়ে
পরে রয়...।
আমার অতীত, বর্তমান আর
হয়তবা কোন অ-ভবিষ্যতের ভয়,
আমাকে জড়িয়ে নিংড়োতে চায়,
আমি অসহায়, আমি নিরীহ,
আমি সম্পূর্ণ নিষ্পাপ না
হলেও, নিষ্পাপ,
কিন্তু তবুও মৃত্যু গ্রাস
করতে চলেছে আমায়...।
হয়ত আমার সামনে কেউ আছে,
হয়তবা নেই,
হয়ত আমি বাহ্যিক পূর্ন নই
এখনও,
সে... সবি হবে আমার কর্মে
নির্ধারণ,
ঘটে যেতে পারে যে কোন
রহস্য,
অস্তিত্তবানদের একান্ত
আপন... সেই অনন্ত সত্য।
আমায় কেউ বোঝেনি,
কেউ জিজ্ঞাসাও করেনি, আমি
কি চাই সে মৃত্যু!
আমি যেন অন্ধ, সম্পূর্ন
নির্বোধ এক প্রাণী...
তাই মানতে চাই না সেই
মৃত্যু... সেই অন্তিম কাহিনী।
আমার দৃষ্টি, আমার শ্রবণ,
আমার শক্তি,
সবি লুপ্ত প্রায়...
আমার স্পর্শচেতনাও যেন
উধাউ,
আমি কি তবে মৃত্যু-পথ-যাত্রী...
আমার কি তবে এই শেষ।
সে লীন মুখে সম্বোধন করে,
অবসরের মালা নিয়ে, এগিয়ে আসে...
সেই সমাপ্তি!
হায়, এই মৃত্যুই করছে আমায় গ্রাস,
হাজার চেষ্টা হল ব্যার্থ,
আমার অতীত আমার স্মরণে উঁকি দিচ্ছে...
অতীতে দেখা ভবিষ্যতের কত স্বপ্ন...
মনে পরে যাচ্ছে আজ,
একাকার হয়ে যাচ্ছে দিবারাত।
হঠাৎ... আর কিছু নয়,
চোখে ভেসে ওঠে কালের রূপ,
তারপর...
শুধু মৃত্যু আর মৃত্যু...
কেবল মৃত্যু,
ধুলোর কনায় বিলিন আমি...।
Please share this Bangla Kobita "Mrityudut" and visit my YouTube channel named as "satyapriyo das" to listen the Recitations. Hopefully, you will like it. Thanks in advance.
Post a Comment