মহিয়সী - Bangla Kobita
![]() |
মহিয়সী Bangla Kobita |
ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
মেয়েলিপনার বাঁকা হাসিতে চিন্ময় করে রাখি,
আমি এ ধরা,
আঁকা বাঁকা রাস্তা নিষিদ্ধ বললেও,
আমি মৃত্তিকা ঊর্বরা,
আমি সমবলে একতালেই হাঁটি,
যত্তদূর যাবার ইচ্ছে যাই,
পেছন পানে টান পরলেই,
সবল মনে ফিরে তাকাই।
ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
বাস-রেলে তাই একা চরে বেড়াই,
নিজ অধিকারে,
নতুন যুগে তাল মিলিয়ে চলা আমি শিখেছি,
হাজার ঝাপটা সামলেও,
একাধিক অভিযোগে বেসামাল হলেও,
আজ রজনীও হয় নিথর,
আমার প্রস্তর বহুরূপ দেখলে।
ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
আমি এগিয়ে যাওয়ার মেয়ে,
আমি এগিয়ে যাওয়া জাতির প্রতিভার সকাল,
আমি পিছপরুয়াদের সাথে চিরকাল,
আন্দোলিত করার মেয়ে।
ভয়ে শুকিয়ে যাওয়া রক্ত পালটে নিয়েছি আমি,
আমার শরীরে,
ভেতরের সৌন্দর্যে তাই আমি প্রস্ফুটিত,
বাইরের আবরনটি খোলস মাত্র,
নিরাবরন পরিচয়পত্র।
ইতিহাস হয়ে যাবার মতন মেয়ে আমি নই,
আমি এ যুগের মেয়ে,
সন্মান যাচাই করে নেবার ক্ষমতা,
আমার আছে,
আছে..
জীবন বাচাই করে নেবার ৷৷
Post a Comment