পরিনাম - Bangla Kobita 2021
![]() |
পরিনাম - Bangla Kobita 2021 |
মৃত্যুভয়ে জর্জরিত তুমি
আমার পা আঁকড়ে ধরেছ কেন
আমি কি করতে পারি তোমার জন্য
এখন তো বড় দেরি হয়ে গেছে
তোমায় যখন সাবধান বাণী দিয়েছিলাম
কানে ইয়ারফোন গুঁজে পাত্তাই দিলে না
মোবাইল ফোনের রঙ্গীন স্বপ্নে মশগুল হয়ে থাকতে
তোমার তো বেশ ভালো লাগতো
হঠাৎ ইয়ারফোন টা কি নষ্ট হয়ে গেছে তোমার
না কানের পর্দায় ফাটল ধরেছে
সময় থাকতে ভালো কথা না শুনলে
অসময় তাদের ফাঁদে জড়িয়ে ফেলে
তাইতো এবার তোমার মৃত্যু যন্ত্রণা
তুমি বুঝতেই পারলে না
কে, কিভাবে তোমাকে ইনফেক্ট করে দিল
তুমি বুঝবেই বা কি করে
সব সময় মোবাইল ল্যাপটপে তো মুখ গুজে পড়ে থাকো
জীবন যুদ্ধে এতটাই জড়িয়ে তুমি
ভুলেই তো গেছো জীবন কি চায়
তোমার তো অনেক পয়সা হয়েছে
বলোনা, ওদের তোমাকে ঠিক করে দিতে
আজকে কেন তোমার চোখে জল
হ্যাঁ, ওই যে সেদিন, টাকা রোল করে সিগারেট বানিয়ে ধোঁয়া ছেড়েছিলে আকাশে, হয়ত তারই ফল।
ভালোবাসার দিনগুলি বিকিয়ে ফেলেছি বন্ধু
এখন যে নৈরাশ্যের দিন চলছে
আজকের দিন যে আমাদেরই হাতে বানানো
আমাদের সবার জীবনই যে দুলছে
মৃত্যু বোমা যে আমাদেরই হাতে তৈরি ছিল
তুমি বানিয়েছিলে, আমি বানিয়েছিলাম
আমি এখন পর্যন্ত টিকে, আর তুমি
আজকের মৃত্যু তাই তোমার দায়,
মৃত্যুভয়ে তুমি কেন এখনো জর্জরিত
আমায় কিছু বলো না, আমি যে সম্পূর্ণ নিরুপায়।।
Post a Comment