অনন্তের টান (Ononter Tan- poem)
মনপর্দায় ভেসেওঠে কতকিছু...
আমিও তো ছিলাম ঠিক এমনি,
এমনি নিষ্কলুষ শিশু।
সদ্যোজাতের কান্নায় ভাসে,
ছড়িয়ে পরে আকাশে বাতাসে,
তার নতুন অস্তিত্তের বানী,
ত্রিলোক ছাড়িয়ে যায়, কিবা বলতে চায়,
ছোট্ট এ শিশুর নবকল্লোল।
আদর ভরা চাউনি, দুপাটি চোখের পরশ,
দুহাতের কোমল মলাট,
পরিচিতের আনন্দের শব্দরস...
কি আর চায়... এতেই,
প্রান ভরে যায়,
শিশুর মুখে ভেসে ওঠে, আনন্দের জয়গান।
"এতটুকুই মোর চাহিদা..."
কি সৌভাগ্য ! কিছুই আর সে চায়না।
এই পৃথিবীর ময়দানে,
নিজেকে সুন্দর বলছে সে...
খিলখিলিয়ে হাসছে সে...
চোখে উঠেছে ভেসে তার,
অনির্বাণ জ্যোতি,
মধ্যগগনে বিস্তারিত...
অনাদি, অনন্ত... দ্যুতি।
Post a Comment