সন্ধিক্ষণের নিশ্বাস ( Sandikhoner nissas-poem)
এক মুষ্টি বদ্ধ স্বপ্ন,
তার সাথে এমনই বড় হয়ে ওঠা,
বধির সুখের আওতা ছেরে,
অসুরের ডাকে ছুটি আপ্রান,
বাহিরে এই রন প্রাঙ্গণে।
স্বপ্ন বড়ই রঙ্গিন,
পেছন ফিরলে সিঁড়ির পাহাড়,
আজ তথাপিও বড় ক্লান্ত,
আরও চাই, চেয়েই যাই,
চাহিদার কোথায় আছে শেষ,
আজও তা জানা নাই।
একমাত্র নবজন্মা শিশুটিই বড় শান্ত,
বাকিরা আসরে নিযুক্ত সবাই নাটকে ব্যাস্ত,
সবাই বড়ই উন্মাদ, বড়ই অশান্ত,
ঈচ্ছেপূরনের যেন আদি অন্ত নেই,
ঊর্ধশ্বাসে হাজার রোগ বিন্যাসে,
ছুটে চলেছি পারাপার।
Post a Comment