স্বপ্ন ভালবাসি - Bangla Kobita (2019)
![]() |
স্বপ্ন ভালবাসি - Bangla Kobita |
আত্মাকে আত্মসাৎ করে,
বাস্তবতার সাথে আত্মীয়তা করা,
বড়ই কঠিন...
আমার সামনে,
সব রাস্তাই গোধূলির ধূলিমাখা,
আবঝা মলিন...
স্বপ্ন বড়ই দূর্লভ, সবার জোটেনা,
ভাগ্য চাই.. সুখোস্বপ্ন দেখার,
তাকে জীবিত করার,
তাকে.. জড়িয়ে ধরার,
তাকে... আপন বলার।
তাইতো তুমি নিওনা,
নিওনা এ স্বপ্ন সরায়ে..
এ হোলো মোর প্রাণ,
জরায়ে রেখেছে আমায়,
আমার অভিমান।
তাই তো বেঁচে আছি এতদিন,
নিওনা এ স্বপ্ন কেড়ে,
আমি নিঃশেষ হব,
সব অথর.. জীবনহীন।
অন্তঃস্বত্তা বিগলিত,
মুশকিল ধরে রাখা প্রাণ,
ছিনিয়ে নিওনা স্বপ্ন আমার..
হয়ে যাব অবসান,
জরায়ে যে রেখেছে আমায়,
সে আমার অভিমান,
আমার সে,
ভালোবাসার সন্মান।।
Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love
Post a Comment