চলো পাল্টাই - Bangla Kobita (2019)
![]() |
চলো পাল্টাই - Bangla Kobita |
আমি যে তোমার মত করে দেখতে চাই..
এই পৃথিবীর বুকে, টিকে চলতে চাই..
অন্ধকারে ছিদ্র আলোর প্রকাশে,
কিভাবে পাও তুমি খুঁজে..
ভালোমানুষির আবরন !
দাও আমায় সে দৃষ্টি,
মিষ্টি চোখে, আমি নিজেকেও কিছুটা পাল্টাই।
দৃষ্টিনন্দন কিছুই পাইনা খুঁজে,
তুমি বা কি করে পাও !
বুজরুকি বন্ধুর অবাধ ব্যাবসা,
কিভাবে সামলে নাও।
শেয়াল কুকুরেরাও রাস্তা ঘাটে,
আজ কুড়োচ্ছে সন্মান,
গোলকধাঁধায় হোঁচট খায় যে,
সে অপার্থিব মুহ্যমান।
আহাম্মকের ঠেলার খেলায়,
রসিক হাঁটু গেড়ে বসে রয়,
তুমি বা কিভাবে সহ্য কর !
নাকি সেটাই,
উন্মাদ করা ভয়।
আমার চোখেতে নদীর স্রোতে,
লাশের ভাসান চলে,
তুমি বলো যদি বিশ্বাস করি,
গঙ্গা শুদ্ধ করে।
কারো বা স্বপ্ন রাস্তার বাটে,
টুঁটি ছিঁড়ে পরে রয়,
ল্যাংটো সমাজটা নাক না গলালে,
তোমার দৃষ্টিভঙ্গির জয়।
চলো পাল্টাই বলে সবাই,
মগজ ধোলাই করে,
সেখানেও বেশ টিকে গেছো তুমি,
শিখিও আমায় পরে।
সখের রাজা বিপ্লব এনে রাস্তায় অবরোধ,
গরীব মজুরের কাজে ছুটি দাও,
তুমি বড় অদ্ভুত।
মিষ্টি চোখে পাল্টে আমায় দিচ্ছো তুমি বেশ,
তোমার শেখানো বুলি বাতলে,
আজ আমি আর নয়,
শুধু ভেবে ভেবে ভয় হয়,
পাল্টে গেলেই, না হয় হয়ত..
গল্প তোমার শেষ।।
Tags: Kobita, Bangla Kobita, Valobasar Kobita, Premer Kobita, Bengali Kobita, Kavita, kavita kavita, Bengali Poetry, Bengali Poem, Bengali Poem of Love
Post a Comment