লোকারন্যে বিভীষিকা
জংলি কাকে বলে
যে জঙ্গলে থাকে
না যে জঙ্গল টা কে ভালবেসে ফেলেছে
জংলি কাকে বলে
যে জঙ্গলকে ভালোবেসে লতায়-পাতায় নিজেকে লুকিয়ে রাখে
না লতা পাতা গুলো নিজের মনের মধ্যে ওলট পালট করে
কে সেই জংলি
পেঁচানো মনের মানুষগুলো যদি জংলি হয়
জংলি জন্তু তো অনেক ভালো
তারা খাব বললে খেয়ে ফেলে
চেনা তো যায়.. তারা নিশংস
জনঅরণ্যের অতৃপ্ত নিসংসতা থেকে তো তা ঢের ভালো
জংলি তবে কে
যারা মুক্ত অক্সিজেনে নিজের ক্ষিধে মেটায়
না যারা স্নায়ু বিকল করে
তোমার অক্সিজেন নিজে উপভোগ করে
মুখোশের আড়ালে
অজানা রণ কৌশলে তোমায় বধ করে!
জন্তুরা এখন সব ঘরে
তাই জঙ্গল এখন নিরাপদ
শহুরে প্রাচীরগুলো থাক বহুদূর
বিষের স্বাদে সবার মন ভরে।
Post a Comment