Poem on life - দ্বারের প্রহরী
দ্বারের প্রহরী
বাইরে কে জানি রয়ে,
ঝিরিঝিরি বৃষ্টির মাদল হাওয়ায়,
নয় বা যাবে সে বয়ে।
দেখ দেখ চোখ মেলে দেখ,
চেনা হয়ত বা কেউ,
অচেনার মাঝে সুরঞ্জিত সুর,
বাইরে অবাধ্য ঢেউ।
অতিরঞ্জিত, রজত হয়োনা এখুনি,
ধার্য্য ধৈর্য্য ধর,
দ্বারের ওপারে অপেক্ষারত,
সময় সুযোগ বড়।
প্রলাপ ছেড়ে সবুর কর,
ভাগ্য কি জানি রয়ে,
অবুঝ সুখের হাতছানি সে,
যেন ফুরায় তবে সে ভয়ে।
দোর খোল দোর খোলো,
ভাগ্য শপথরত,
একের ভুলেই মতিভ্রম,
রয়েছে হাজার শত শত।
দ্বারের প্রহরী আমরা নিজেই,
সাবধানে তাই খোল,
ইতিহাস হয়েই না রই যাতে
ভবিষ্যত স্বহাতে গড়।
দোর খোল দোর খুলে দাও,
স্বপ্ন আছে যে রয়ে,
কত প্রেরণার আশার যোগান,
নয়বা যাবে সে ধুয়ে।
আশাকরি ভাল লাগল, এই স্বপ্ন অন্যেরাও যাতে উপভোগ করতে পারে তার জন্য মনআনন্দে Share করুন এই কবিতা, যার নাম "Poem on life - দ্বারের প্রহরী"। আমার কথার প্রলেপে কেউ সুখী হলে, সে সুখ আমারও। ভালো থাকুন এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে।
Bhalo basa,moner shanti duwar kichu butchi...
ReplyDeletethanks for comment, please visit my youtube channel to listen recitation
Delete