MahaMilan - Bangla Kobita
মহামিলন
আমার নব প্রয়ান ঘটেছে,
কোন নবক্ষনে, নব অনুশাসনে,
এই অপরিণত সমাজের পাশে...
আর আমি নেই। সেই মণিকোঠায়,
আঙ্গিনার ফলক পার করেছি আমি।
বর্জন করেছি, সেই মনুষ্যত্বের ছোঁয়ালাগা পোশাক,
আজ আমি স্বাধীন, বর্বর কোন জাতির অধীনে,
নাই আজ আর।
নেই কোন শিশুর অত্যাচার,
কোন নারীর মানহানি, আর,
পীড়িতদের ধর্ষণরত কারাগার।
নেই, ধর্মের নামের দোহাই,
জাতের বুকে চাকু রেখে,
কোন উৎশৃংখলের সব ক্লেশ, সব দ্বেষ,
সেই খোলসটির সাথে, ছেড়ে এসেছি।
আজ বাসিন্দা আমি, এই মহাভুবনের,
মহাকাশের, এই মহাসৃষ্টির,
আনন্দ আজ প্রসারিত হয়ে চলেছে,
আমার অদৃষ্ট শীড়ার মাঝ দিয়ে।
আমার নবজন্ম ঘটেছে, শব্দহীনবোধে,
পদ্মপাতার উপর, শীতল কুয়াশা কনিকা হয়ে।
ঝড়ে পরে আকার বাড়ে,
এক পুষ্করিণী বা নদীবাহিকার তরে।
আকারে আরও বর্ধিত হই,
সমুদ্রহৃদয়ের মিলনে।
আমার তনু-মন বিকশিত হয়,
সুখের সাগরে নবজাতির গরিমামণ্ডিত হই আমি।
নবদূত হয়ে চলেছি আজ বহুদুর,
বাস্পরুপে আলোর দেশে।
আমার আর জন্ম হয়নি,
অনের সহস্র ক্ষনপ্রাপ্তির সাথে,
আর কখনও সৃষ্টি হই নি আমি।
স্রষ্টার শ্রেষ্টত্বের,
আজ আর আমি কোন অংশ নই,
আমি পরাধীন নই, আজ আমি,
দ্বায়িত্বহীন, ক্লেশহীন, অস্তিত্বহীন,
এক নিষ্প্রাণ – প্রাণ,
আমি স্রষ্টার হৃদয়ে মিলিয়ে গেছি।।
Post a Comment