Prattay - Poem
Poem
![]() |
Prattay poem |
অনুসন্ধিৎসু হয় মনটি বার বার,
অজানিতে খুজে চলে আগন্তুকের ঠিকানা,
কার যে সেটা, সেটাও ঠিক অজানা,
বর্ধিত কম্পিত হৃদয়টি যেন,
খুজে চলে কোন আশ্রয়, কিন্তু...
চায়না দিতে কাউকেই, আপন হবার প্রশ্রয়।
ঠকেছে বার বার, অন্তর হয়েছে চূর্ণ,
মন হয়েছে পাথর, হয়েছে অস্থির,
হয়েছে কত টুকরোতে ছারখার, হাজারবার।
মানুষ, কত মানুষ, ভীরে ঠাসা রাস্তা,
তার মধ্যেই ভাল-মন্দের ঠাই,
চেনা-অচেনা মুখ, আর মুখে ডাকা ভাই।
মান যার নেই, সেও এক মানুষ,
ভীর দিয়ে, ভীর ঠেলে, হেঁটে চলে সোজা,
আকস্মাত দেখা মেলে তার,
কখনও হয় উধাউ।
থাকে কত আশা, কত অভিপ্রায়,
মনে হয়, ভুল নয়, সেই বুঝবে আমার,
আন্তরিক অন্তহীন ভালবাসা।
কত কথা আলাপে, কত গেল প্রলাপে,
কত আনন্দ, কত কথা,
অপরিসীম মনের বাসিন্দা,
মতের মিল, জীবনের মিল, তাকে
এড়ানো চলে না,
তার মতন বন্ধু যেন ত্রিভুবনে মেলেনা।
বেশ তো যাচ্ছিল সুদিন,
আশা ভালোবাসার ছায়ায়,
বন্ধুত্ব সুধু বোঝে মন,
আত্মিক সম্পর্কের ভাষায়।
চোখ বলল দেখ, মন বলল গুজব,
কান বলল শোন, অকৃত্রিম হাস্যরব।
মস্তিষ্ক বলল এবার, ইন্দ্রিয় গুলি খোল,
আত্মিক নেশা ছাড় দেখি,
ছাড় মনের ব্যাথা,
শান্তি নেই অন্য ঘরে, ঠিকানা খোজাই বৃথা।।
Post a Comment