Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

কলঙ্ক | বাংলা কবিতা | নারীর অভিমানের অভিব্যক্তি | Bangla Kobita



কালো টিপ পরার বাহানায় কে তোকে বলে?
তুই কলঙ্কিত!
যে বলে.. আমি বলব সে অন্ধ,
সে দেখতেই শেখেনি, সৌন্দর্য কাকে বলে,
সে জানেইনা ফুলকে কেন নিজের মতো করে বিকশিত হতে দিতে হয়..
তুই কালো'ই পর বা.. লাল হোক তোর টিপ,
সেই বোধ টা তোর.. নিজের,
নিজের খেয়াল খুশি মতো সাজার স্বাধীনতা তোর আছে,
তুই ভালোই জানিস কিসে তোর মন ভরে,
কিভাবে তুই নিজেকে দেখতে চাস,
আয়নার সামনে দাঁড়িয়ে.. নিজেকে ভালবাসতে শেখা..
সেটাই তো প্রথম ভালোবাসা,
অন্যের কথায় কেউ কি নিজের প্রথম ভালবাসার রূপ পাল্টায়!
সেই কথা.. অন্যরা কেউ বুঝবে না
সৌন্দর্যবোধ ব্যক্তি বিশেষে সম্পূর্ণ আলাদা,
সে কথা সেই অন্য মানুষেরা যে দিন বুঝে যাবে,
সেদিন থেকে তোর রূপচর্চায়.. কেউ আর নাক গলাবে না,
যেদিন সে বুঝবে.. তোর তাতে কিছুই এসে যায় না, সেদিন এমনিই সে চুপ হয়ে যাবে,
তুই নিজের মতো করে বিকশিত হবার সামর্থ্য উপভোগ করবি..
সেটাই হবে তথাকথিত.. তোর কলঙ্কমোচন।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...