Priyo Oteet - প্রিয় অতীত - Poem
..প্রিয় অতীত..
![]() |
Priyo Oteet-Poem |
হে আমার প্রিয় অতীত..
তোমাকে যদি পাইতাম আবার,
কোমল হৃদয়ে বাধিয়া রাখিতাম,
বানাইয়া মনের মিত্৷
না কোনই বাঁধা, কোন না আপত্তি,
যেন আনন্দের ভেলায় ভাসিয়া চলি,
পাই হাজারো নতুন উৎপত্তি৷
সুবিশাল ধরা'টি যেন পরিচয়হীন,
অজানা কত কথা, সবেতেই শুধু অবাক,
উজার করি নিজ'ভাবে, সকল সম্পত্তি৷
গুটাইয়া নিই সব, নিজ মনিকোঠায়,
কবে কি লাগিবে কাজে, কেবা জানে,
বাক্সবন্দী করিয়া রাখি,
একাধিক গৃহসাজে৷
খেলার দৌড়ে হাঁফাইয়া উঠি,
বন্ধুদলের সাথে,
একটু জিরাইয়া আকাশছোঁয়া,
স্বপ্নীল গাছের ছাঁ'তে৷
প্রিয় অতীতের হাসির গল্প,
বুঝিনি কভু কিছু...
অন্যের সুখেতে আপ্লুত সুখ,
হেসেছি পিছু পিছু৷
আজও তাহাদের খুঁজিয়া চলেছি,
অতীত মনোরম,
আজও মনে হয় জীবনে অতীত,
রইল বড়ই কম৷
তাই তো বলি, মনের মাঝে যাওনা আমায় নিয়ে,
স্বপ্নগুলি আবার দেখি, ছোট্ট দুচোখ দিয়ে৷৷
Post a Comment