JangalMahal - জঙ্গলমহল - poem
জঙ্গলমহল
![]() |
JangalMahal - জঙ্গলমহল Poem |
অস্তায়মান সূর্যের লাল আভা...
পশ্চিমাকাশের আলোরিত আলোকচ্ছটা,
স্পষ্টতই, এবার দিন ডোবার পালা।
নজর চাই, শুধু নজর! অন্যথা সব বৃথা,
নির্ভরযোগ্য দৃষ্টির ঐশ্বরিক আশিস যদি নেই...
সব একেবারেই বৃথা।
পাল্টে সবই হয়ে যেতে পারে,
আকাশ ছুতে না পারার ব্যাথা।
এবার দিন ডোবার পালা,
ঘনিয়ে আসবে সন্ধ্যা, ঘনিয়ে আসবে...
রাত্রি, তারপর, রাতের বেড়াজালে আবদ্ধ,
শেষ না হওয়া... রাত।
জঙ্গলমহলের বাসিন্দাদের, ঘুম নেই চোখে...
শান্তি নেই বুকে,
কে কখন কাকে করবে গ্রাস।
নিশির ডাকের, অসংখ্য অকাল্পনিক তরাস,
উন্মাদ করা অট্টহাস-রুরহাসির পরিহাস...
পরিত্রাণ চাহি হে স্বর্গদূত, স্বর্গ তব স্থাপন কর এ দেশে।
পশুত্ব অর্জন করতে পারিনি আজও,
আজও হয়ে আছি মানুষ এ মনের কোনে।
নিভৃতে আবৃত ত্রাসের মায়ায়,
জেগে ওঠে পৈচাশিক ক্ষুধা,
সুযোগ পেলেই উতরোতে চায়,
করে দানব, মানবের উপহাস।
দিন দিন বাড়েই শুধু... কেন পরিত্রাণাভাব!
কেন, অমৃতভান্ডকে দেই দূরে ছুরে,
অশান্তিকে তো পূজা করিনা...!
তবুও কেন বদ্ধমূল হয়, সেই কুটিল অন্ধকারে।
হে নাথ, তুমি কাকে দেবে দোষ,
উত্তর যে নেই, এ শুধু তোমারই সর্বরোষ।
তোমার রচিত সৃষ্টি, স্রষ্টাকেই করে হানা,
তুমি রূখতে পার, তবুও পারনা,
অদৃষ্ট কারনে দাও সেই সৃষ্টির জরিমানা।
তবুও প্রার্থনা হে তব চরণে,
...মন-মস্তিষ্ক ভাল নয় আজি,
ভেতরে ফোটে হাজার বাজি,
কোন তটেতে রব পরে, বিনিদ্র অন্ধকারে,
শান্তি দাও হে...
ওগো ত্রিকালদর্শী।।
Post a Comment