মায়াজাল (Mayajal) Poem
মায়াজাল...Poem
দায়িত্বের বোঝাপড়ার মাঝে মাঝেই,
রঙ্গিন স্বপ্নের রংগুলো,
ছলনা করে শুধু। এলোমেলো হয়েই...
আমার আমিত্বের মধ্যেই,
উপঢৌকন হয়ে রয় শুধু।
বোঝাই দুষ্কর, জীবন কি এক অমোঘ নিয়মের
নাম, নাকি... অস্থির অসাধারণ অভিনয়!
যার প্রেক্ষাপটে আমি আর আমরা মাত্র,
অন্যেরা শুধুই অবান্তর পাত্র।
তারা নাহলেও নয়, হলেও হয়,
ভালো দিনের মধ্যেই সব সীমাবদ্ধ।
রাত্রির আঁধারের বলয়ে, সাদাকালো স্বপ্নের ক্যানভাস..
অতটুকুই তো সত্যির প্রতিচ্ছায়া!
দিবানিদ্রায় আচ্ছন্ন হয়ে দেখা, চোখের পর্দায়..
স'বি তো মাত্র ভ্রমের সুচতুর কায়া, অগোচরের উল্টো প্রতিফলন, একমাত্র নির্বোধ মায়া।
Post a Comment