উপযোজন (upojojon)
অন্তরালের সাক্ষ্য, নতুনদের...
সেই গান।
নেই সুযোগ, নেই সুযোগ...
কত বলবে একি কথা,
ক্লান্তির কি নেই শেষ...
এবার তো এগিয়ে যাও,
অবলুন্ঠিত কেন হতে দাও
তোমারই আপন...
সন্মান।
তোমারি তো চারিধারে,
পিপীলিকার পক্ষ গজে,
প্রাচীন তো নয় সবাই...
নয় সবে মরিবার তরে,
আছে তার... যুদ্ধ জয়ের বদ্ধ অংগীকার।
আজিকার দেশ,
পরিবর্তনশীল সময় ও পরিবেশ,
কেউ টিকে যায়, অপদার্থরা হয় নিঃশেষ,
জীবের জীবনের, জরতা আর নয়,
জেনো পাল্টে যাচ্ছে... সমীকরণ বারংবার,
কেন নির্বোধ হয়ে, উদাস হৃদয়ে,
তুমি বসে করছ শুধু... কালের অপেক্ষা।
নবসমাজের নবচেতনাকে...
সুযোগ দাও বেরিয়ে আসার,
বাঁধাধরা নিয়ম আর নয়,
নতুন কায়দায়...
গড়তে দাও দেশ, হবে... সবার অহংকার।।
Post a Comment