মরু প্রান্তরে (Maru prantore) Poem
হাত নিশ্চল, কদম জোরায় কতিপয় জোরালো ভুমিস্খলন,
চলতে পারব কি!
ঐ যে তাঁর ঘেরা প্রাচীর, সে পর্যন্ত আমার দেশ,
আমার গর্বে বুক স্ফিত, জোয়ানের হাতে দিয়েছে নিজের ভার,
সে আমাকে দ্বায়িত্ত দিয়েছে,
ঘুমবে সে সারারাত, দেশের শিরে রইব দাঁড়িয়ে আমি,
এক চিলতে আসুবিধে হবে না কারো।
কি পেয়েছি, কি পাব, কোথায় আছি,
কোথায় যাব, ভাবনার কোন অবকাশ নাই,
চিরাচরিত যাতনার জগত বহুদূর এখান থেকে,
দশের জন্য এই মরুভূমি প্রাঙ্গন আমার।
আমি আছি, তুমি খেলো... প্রানে হোলির রঙ মেশাও,
ঐক্য স্থাপনে যত্নবান হয়ে, এগিয়ে নাও আমার দেশ,
বাইরের কেউ নাক গলাবে না, সাহস নেই, আমি আছি,
শুধু দেশের হৃদয়টা দেখ, সেটা যেন পোক্ত থাকে।
ভাল কাজ করে যাও আর সুগন্ধ...
আমি পাব সেটা এখান থেকেই
তুমি চিন্তা কোরনা... আমি যতদিন আছি, ভালো থাকতে ...
আমাকে হবেই... নইলে...
কিকরে ভাগিদার হব, দেশের আনন্দের!
বাধ্য ছেলের মত দাঁড়িয়েই আছি... দেখ,
কাঁটাতারের বেড়ি দেখি, হাতে অস্ত্র,
দুভাগের মনের একভাগ তোমাদেরই পানে চেয়ে...
আমি দিয়েছি যথা সর্বস্য,
সবে মিলে তোমাদেরও যে চাইছে দেশ...
এক দেশ, এক প্রান, এক জাতি হতে...
একই সূত্রে বাঁধা ...
দেশবাসি হতে... ।
Post a Comment