Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

বন্ধু হতে চাই (bondhu hote chai) Poem

Poem



ভালবাসি আমি নিজেকে,

অন্যের তাতে,
কিই বা এসে যায়।
ভালবাসা তো রঙ্গিন পরশ
অমত নেই,
শুরুটা তাই
আপন হতেই করা যায়।



অন্যেরা যখন আসে কাছে...

ভাবি,
ভালবাসব কি!
সে তো,
চাইবে কি প্রতিদান!
ন্যায্য হবে কি আমার সঙ্গ...
হবে কি,
এ বিধাতার বিধান।



আমি তো চাই মানুষ,

নিষ্কলুষ বন্ধুত্ত্ব,
সেও কি,
চাইবে তাই,
স্বার্থান্বেষী হবে না কোনমতে,
চায়ের কাপে করবেনা কোন কসরত।



আমি নিজেকেও ভালবাসি,

শুরু হবে সেখান থেকেই,
একান্ত বন্ধুর সন্ধান।
বিলাব তবেই প্রেম,
মনোময় সঠিক মানুষ,
পাব করছি আশা,
অপেক্ষা,
আনজনের আন্তরিক ভালবাসা,
আপনের সন্মান।।

2 comments:

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...