Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

গুরু দেব ( Gurudev) poem

Poem


অমিয় বাণীর স্রোতে,
ভাসমান জাহাজের নাবিক,
ব্যাপ্তির জগতসমূদ্রে,
থরথর সলিলে নরবর হলেও,
অস্থির নয়,
কখনো মস্তক হয়নি অবনত।

যতই আসুক ঝঞ্ঝা সমর,
যুদ্ধ শেষের ক্লান্তি,
মহৎ হৃদয়ের পরশচ্ছটা,
বিলায় মনে প্রশান্তি।

ইতিহাসে ঐতিহ্য হয়ে রয়,
এমন মানুষ,
পাথেয় জীবনের বাঁকে,
অনুসরণে সুখ-সম্পদ হয়,
নমস্য ওঁরা,
অন্তর্নিহিত জ্যোতি, 


আপন হতে জাগে।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...