মনের মাঝে মন (Moner majhe mon) poem
বহুদূর বিস্তৃত সংগীতের অণুলয়,
মণিমালাসম শৃঙ্খলিত নয়, তবু,
অচিরেই প্রানে আবেগ আনে,
ঘোঁচাতে এ জীবন রাত্রি।
আমি নিজেকে বলি নির্দিধায়,যাকে,
অচিরে দিইনা কোন ফাঁকি,
তোমারই মনোরঞ্জনে সখি,
হারানো সুরেও রইল হাজার বাকি।
মনের সোপানে শপথ করি,
মনোমালিন্যে নাইগো তরী,
কারাগারে আমি রইব পরি,
তোমার অপেক্ষায়। অন্তরমাঝে,
বিলুপ্তির পথেও অনুচর হব,
তোমারই পিছু পিছু,
দিকে দিক দিকান্তরে,
তোমার আমার বাহিরো অন্তরে,
সাগর মিলবে কুলের আংগিনায়।
মন বিনে অন্তর যে নিরুপায়,
অনাড়ম্বর সাথী তাই,
অসহায়,বড়ই অসহায়।।
Post a Comment