নায়ক (Nayak) Poem
অশান্ত মন, ক্ষীপ্র প্রবল,
নায়ক হলাম,
চলে সে বায়ু বেগে...
চারিধারে চায়, সর্বস্বই পায়,
আবার,
সবি খোয়ায় আগে ভাগে।
অভিভাবকরা গেছেন হারিয়ে...
কি করে চলি বল,
শীর্ষেতে নেই হাত,
ভেবেছিলাম করেছি বাজিমাত,
তাই আজ ধরাশায়ী হতে হল।
আমি নরক থেকে উঠে...
নায়ক হলাম,
নায়কত্ত বজায় রাখিনি,
আনন্দ, আদর, আপ্যায়নের,
মর্যাদা দিতে পারিনি।
হায়, জীবন শুকায়ে যায়,
মৃত ব্যক্তির তো ক্ষুধা তৃষ্ণা নাই,
যত ভুল করেছি এ জীবনে,
প্রখর প্রক্রিয়ায় প্রকৃতি নেবে শোধ,
যতই হোইনা কেন নির্বোধ,
অবলীলায় করবে নিঃশেষ,
অবশেষ থাকবে না,
কিছুই লুকায়ে।
এখনও হয়ত আছে সময়,
প্রকৃত নায়ক হই,
পরিবেশ কে বাঁচাতে,
এগিয়ে যাব,
শতকষ্টেও যদি রই।
মানুষের হুঁশ আছে বৈকি,
গর্ধব যে আমি না,
প্রকৃতি আমি ভালবাসি,
মানুষ বলেই তো,
অমান্য করি না।।
Post a Comment