তুমি সন্ধ্যারো মেঘমালা (Tumi sondhaaro meghomala) Poem
তুমি...
পশ্চিমাকাশের অস্তমিত সূর্যের অন্তর হতে...
উদ্ভাসিত রংগিনীর আলোকচ্ছটা,
বাস্পায়িত ভাসমান মেঘপুণ্জের কল্লোলের,
মাঝের ক্ষণস্থায়ী জীবনজটা।
তুমি...
জানি পারো,
মেঘের মাঝে রং মিশিয়ে খেলতে,
অগনিত আলোর রশ্মি ছরাতে,
ঘরমুখো সরব পাখির কলকাকলিতে...
সুরেলা বাঁশির সুর যোগাতে।
তুমি...
পর্বত চূড়ায় লুকিয়ে পর,
শেষ বিকেলের পরশমণি,
ছুঁইয়ে সবাইকে আদ্র কর,
আকাশ বাতাস স্নিগ্ধ করে,
গাছের ফুলেদের ঘুমোতে বল।
তোমার রঙ্গেতে স্বপ্নিল সাগর,
হয়ে ওঠে মনোরমা,
মাছেরা সবে লুকিয়ে পরে,
সৈকত প্রান্তরে...
অথৈ জলের আনাগোনা।
তুমি
সন্ধ্যার সূর্যাস্ত...
তুমি সন্ধ্যারো মাঝে মেঘমালা,
তোমায় দেখে নয়ন জুড়ালো সবার,
আবার এসো আগামী সন্ধ্যেবেলা।।
পশ্চিমাকাশের অস্তমিত সূর্যের অন্তর হতে...
উদ্ভাসিত রংগিনীর আলোকচ্ছটা,
বাস্পায়িত ভাসমান মেঘপুণ্জের কল্লোলের,
মাঝের ক্ষণস্থায়ী জীবনজটা।
তুমি...
জানি পারো,
মেঘের মাঝে রং মিশিয়ে খেলতে,
অগনিত আলোর রশ্মি ছরাতে,
ঘরমুখো সরব পাখির কলকাকলিতে...
সুরেলা বাঁশির সুর যোগাতে।
তুমি...
পর্বত চূড়ায় লুকিয়ে পর,
শেষ বিকেলের পরশমণি,
ছুঁইয়ে সবাইকে আদ্র কর,
আকাশ বাতাস স্নিগ্ধ করে,
গাছের ফুলেদের ঘুমোতে বল।
তোমার রঙ্গেতে স্বপ্নিল সাগর,
হয়ে ওঠে মনোরমা,
মাছেরা সবে লুকিয়ে পরে,
সৈকত প্রান্তরে...
অথৈ জলের আনাগোনা।
তুমি
সন্ধ্যার সূর্যাস্ত...
তুমি সন্ধ্যারো মাঝে মেঘমালা,
তোমায় দেখে নয়ন জুড়ালো সবার,
আবার এসো আগামী সন্ধ্যেবেলা।।
Post a Comment